অর্থনৈতিক সমস্যার ইসলামি সমাধান
অর্থনৈতিক সমস্যার ইসলামি সমাধান pdf বই ডাউনলোড। আধুনিককালে দেশ ও জাতি এবং সামষ্টিকভাবে গোটা বিশ্বের অর্থনৈতিক সমস্যার উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। সম্ভবত এর আগে এতোটা স্পষ্টভাবে এর উপর এতা অধিক গুরুত্ব আর কখনো দেয়া হয়নি।
স্পষ্টভাবে শব্দটি এজন্যে ব্যবহার করেছি যে, আসলে মানুষের জীবনে তার জীবিকা যে পর্যায়ের গুরুত্ব পাওয়ার দাবি রাখে, প্রতিটি যুগেই ব্যক্তি, সমাজ , জাতি, দেশ এবং সমগ্র মানুষ এর প্রতি সে অনুযায়ী গুরুত্ব আরোপ করে এসেছে।
আরও দেখুনঃ অর্থনীতি রাজনীতি বাংলাদেশে প্রেক্ষিত pdf বই ডাউনলোড
কিন্তু বর্তমানকালে অর্থনৈতিক সমস্যার উপর যে গুরুত্ব দেয়া হয়েছে তা অতীতের সকল গুরুত্বকে ছাড়িয়ে গেছে। যে জিনিস এ গুরুত্বকে স্পষ্টতা ও স্বাতন্ত্র্য দান করেছে, তাহলো, আজকাল অর্থনীতি নীতিমতো একটি বিরাট শাস্ত্র হিসেবে বিকাশ লাভ করেছে। এর উপর বড় বড় গ্রন্থ রচিত হয়েছে।
চমকপ্রদ অসংখ্য পরিভাষা সৃষ্টি হয়েছে, অর্থনীতির বিকাশ ও সম্প্রসারণের জন্যে প্রতিষ্ঠিত হয়েছে অগণিত জাঁকজমকপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠান । আবার এর সাথে সাথে মানব জীবনের অপরিহার্য সামগ্রীর উৎপাদন, সংগ্রহ, সরবরাহ ও উপার্জনের পন্থা-পদ্ধতিও হয়ে উঠেছে জটিল থেকে জটিলতর। এসব কারণে আজ বিশ্বে অর্থনৈতিক সমস্যার উপর যে ব্যাপক আলোচনা, বিতর্ক, বৈজ্ঞানিক গবেষণা ও বিশ্লেষণ চলছে।
আরও দেখুনঃ অর্থনীতি সংক্রান্ত প্রবন্ধ pdf বই ডাউনলোড
তার তুলনায় মানব জীবনের অন্যান্য সকল সমস্যা যেন স্লান হয়ে পড়েছে। কিন্তু বিষ্ময়ের ব্যাপার যে, যে বিষয়ের প্রতি গোটা বিশ্বের দৃষ্টি এভাবে কেন্দ্রীভূত হয়েছে, তার সহজ সুষ্ঠ সমাধান হওয়ার পরিবর্তে দিন দিন যেন আরো অধিক জটিল ও ধূম্রজালে পরিণত হচ্ছে।
অর্থনীতি-বিজ্ঞানের জটিল জটিল পরিভাষা আর অর্থনীতিবিদদের পান্ডিত্যপূর্ণ ,গবেষণাপ্রসূত কথাবার্তা এ বিষয়ে জনগণকে রীতিমতো শংকিত ও আতংকিত করে তুলেছে। সাধারণ মানুষ এসব পান্ডিত্যপূণ্য আলোচনা ও বিতর্ক শুনে নিজেদের অর্থনৈতিক সমস্যার সমাধানের সম্ভাবনা সম্পর্কে চরমভাবে নিরাশ হয়ে পড়েছে।
আরও দেখুনঃ অর্থনীতি ও ইসলাম সংকলন pdf বই ডাউনলোড
নিচে অর্থনৈতিক সমস্যার ইসলামি সমাধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আধুনিক প্রকাশনী বইয়ের ধরণঃ অর্থনীতি বিষয়ক বই বইয়ের সাইজঃ 2.47 MB প্রকাশ সালঃ ২০০৬ইং বইয়ের লেখকঃ সাইয়েদ আবুল আলা মওদূদী অনুবাদঃ আবদুস শহিদ নাসিমডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ