অর্ধবৃত্ত pdf বই ডাউনলোড। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সাথে দমকা হাওয়া। বারান্দায় একটা উইন্ডচাইম দুলছে। উইন্ডচাইমের টুংটাং শব্দে মনিয়ার ঘুম ভেঙে গেল। একবার পাশ ফিরে তাকাল সে। জাফর ঘুমাচ্ছে। গুমানোর আগে বারান্দার দরজাটাও বন্ধ করতে ভুলে গেছে জাফর। এখন এই মাঝরাতে উঠে গিয়ে মুনিয়াকেই দরজা বন্ধ করতে হবে। জাফর? মুনিয়া ডাকল।

জাফর সাড়া দিল না। সামান্য গোঙানির মতো শব্দ করল কেবল। সাথে মৃদু নাকও ডাকছে সে। মুনিয়া বালিশের পাশ থেকে মোবাইল ফোনটা নিল্ যা আশঙ্কা করেছিল তা-ই।ঊনিশটা মিসড কল! সে জানালা দিয়ে বাইরে তাকাল। মাঝরাত।

আরও দেখুনঃ বেলা ফুরাবার আগে pdf বই ডাউনলোড

সোডিয়াম লাইটের আলোয় নিঃসঙ্গ একা এক শহর। এই সময়ের সোডিয়ামন লাইটের আলোটা অদ্ভুত। সবকিছু কেমন অপার্থিব মনে হয়। বিভ্রমাত্মক মনে হয়। মনে হয়, এই যেন টুহ করে চোখের সামনে দেখা দৃশ্যটা এখুনি কোথাও মিলিয়ে যাবে। তারপর রয়ে যাবে অনন্ত শূন্যতা। সুতীব্র হাহাকার। মুনিয়া আলগোছেঠ বিছানা ছেড়ে নামল্ খুব সাবধানে, সতর্ক পা ফেলে সে বারান্দার দরজাটার কাছে এসে দাঁড়াল।

মানুষ মানুষের জন্য এটি নিতান্তই অমৃত একটি বাক্য।

এক পশলা শীতল বাতাস এসে ঝাপটা মেরে গেল তার চোখে মুখে। রাস্তার ঠিক উল্টোপাশেই একটা ল্যাম্প পোস্ট। ল্যাম্পপোস্টের নিচে একটা ছায়ামুর্তি। ছায়ামূর্তির মুখ দেখা যাচ্ছে না। কিন্তু মুনিয়া জানে, রাফি দাড়িঁছে আছে। তার হাতে কবিতার খাতা। এই মাঝরাতে সে মুনিাকে কবিতা না শুনিয়ে যাবে না।

আরও দেখুনঃ নিজ পরিবারবর্গের প্রতি আমার অসিয়্যত pdf বই ডাউনলোড

মুনিয়া বুঝতে পারছে না, তার কি আনন্দিত হওয়া উচিত? না বিরক্ত? রাফি কম করে হলেও তার চেয়ে আঠারো বছরের ছোট। বেশিও হতে পারে। ঋদ্ধির বান্ধবীর বড় ভাই সে। ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়ে। আর মুনিয়া ইউনিভার্সিটি শেষ করেছে সতেরো বছরেরও বেশি।

একবার মুখ ফিরিয়ে ঘুমন্ত স্বামীকে দেখে নিল মুনিয়া। জাফর এখ বাঁ কাত হয়ে ঘুমাচ্ছে। গভীর শ্বাস ফেলছে সে। বাকি রাতে ভূমিকম্প হয়ে গেলেও আর জেগে ওঠার সম্ভাবনা নেই তার। পাশের ঘরেই ঘুমাচ্ছে ঋদ্ধি। তাদের একমাত্র সন্তান। গতকালই ঋদ্ধির তেরোতম জন্মদিন গেল। আজ চৌদ্ধতে পড়েছে সে। সারা হিল হৈহুল্লা করে তাই সন্ধ্যা নামতেই ঘুমিয়ে পড়েছে। বারান্দার জানালা দিয়ে ঋদ্ধিকে দেখা যাচ্ছে।

আরও দেখুনঃ নেক সুরতে শয়তানের ধোঁকা pdf বই ডাউনলোড

নিচে অর্ধবৃত্ত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ 

 

অর্ধবৃত্ত pdf বই ডাউনলোড

প্রকাশকঃ অন্যধারা প্রকাশন 
বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক 
বইয়ের সাইজঃ 3.99 MB
প্রকাশ সালঃ ২০২০ ইং
বইয়ের লেখকঃ সাদাত হোসাইন           
অনুবাদঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ

Join Our Facebook Group