অলবেঙ্গল রাবেতায়ে মাদারিসে সুন্নিয়া
অলবেঙ্গল রাবেতায়ে মাদারিসে সুন্নিয়া pdf বই ডাউনলোড। দেওবন্দী ও আহলে হাদীসে সম্প্রদায় তাহাদের মাকতাব ও মাদ্রাসাগুলিকে এক জায়গায় করিয়া ফেলিয়াছে। পশ্চিম বাংলায় দেওবন্দীদের রাবেতা ভুক্ত হইয়াছে সাতশত সাতটি (৭০৭) মাদ্রাসা।
তাহারা পশ্চিম বাংলায় ছেচল্লিশটি সেন্টার কায়েম করিয়াছে।এই স্থানে আমাদের পোজিশন ছিল শুন্য। আল হামদুলিল্লাহ। এই শুন্য স্থানটি পূর্ণ করিয়া দিয়াছে- অল বেঙ্গল রাবেতায়ে মাদারিসে সুন্নীয়া।
আরও দেখুনঃ অলসতা করে নামায বর্জন pdf বই ডাউনলোড
আমি ২০১৪ সালে বিভিন্ন মাদ্রাসায় গিয়া উলামায়ে কিরাম দিগের সঙ্গে রাবেতা সম্পর্কে আলোচনা শুরু করিয়া ছিলাম। অনেকেই আগ্রহ দেখাইলেও শেষ পর্যন্ত কেহ কাজে আগাইয়া ছিলেন না। বরং অনেকই এই রাবেতার ব্যাপারে অত্যন্ত অনিহা দেখাইয়া ছিলেন। ২০১৫ সালে একটি ঘটনা ঘটিয়া যায়।
আমার এক প্রতিবেশিকে আল্লাহ তায়ালা খুবই আর্থিক স্বচ্ছলতা দান করিয়াছেন। তিনি রমজান মাসের শেষের দিকে একদিন বহু টাকা যাকাত দিয়া থাকেন। দুর দুরান্ত থেকে গরীব মিসকিন ও মাদ্রাসা মাকতাবের আলেম উলামাগন আসিয়া আদায় নিয়া থাকেন। আমাদের কয়েকটি সুন্নী মাদ্রাসার আদায় কারীগণ সেই বাড়িতে আদায় না পাইয়া ফিরিয়া আসিয়াছেন।
আরও দেখুনঃ ইসলামী বিশ্বকোষ ২য় খন্ড pdf বই ডাউনলোড
আমি তাহাদের বসাইয়া কারণ জিজ্ঞাসা করিলে তাহারা বলিয়াছেন যে, বাড়িওলার নিকটে একটি বই রহিয়াছে সেই বইটির মধ্যে যে সমস্ত মাদ্রাসার নাম নাই তাহাদের আদায় দেওয়া হইবে না। আমরা সেই বইটি সংগ্রহ করিয়া দেখিলাম যে, বইটির নাম পঃ বঃ রাবেতায় মাদারিসে ইসলামিয়া আরাবিয়া। বইটির মধ্যে পশ্চিম বঙ্গের দেওবন্দীদের প্রায় সমস্ত মাকতাব ও মাদ্রাসা গুলির পূর্ণ নাম ঠিকানা দেওয়া রহিয়াছে।
দেওবন্দীদের রাবেতা কায়েম হইয়াছে ২০০৩ সালে। পশ্চিম বঙ্গে ১৯টি জেলায় ৭০৭ টি মাদ্রাসা এই রাবেতার অন্তর্ভুক্ত হইয়াছে এবং ২০১৫ সালে ৪৬ টি সেন্টারে ৭০৭ টি মাদ্রাসার ১৩৯৩৫ জন ছাত্র পরিক্ষায় বসিয়াছে। পশ্চিম বঙ্গে এই রাবেতার মুলে রহিয়াছেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব।
আরও দেখুনঃ বিয়ে pdf বই ডাউনলোড
নিচে অলবেঙ্গল রাবেতায়ে মাদারিসে সুন্নিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 7.72 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ