অলীমাহ
অলীমাহ pdf বই ডাউনলোড।নারী পুরুষের উভয়ের উচিত বিয়ের মাধ্যমে নিজকে হারামে লিপ্ত হওয়া থেকে বাচাঁনো নিয়ত করা। তাহলে উভয়ে এর দ্বারা ছাদাকার ছাওয়াব লাভ করবে। কারণ, রাসুল (সাঃ) বলেন, তোমাদের সবার স্ত্রী যোনিতেও রয়েছে ছাদাকা।
সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ, আমাদের কেউ কি তার জৈবিক চাহিদা মেটাবে আর তার জন্য সে কি নেকী লাভ করবে? তিনি বলেন, তোমরা কি মনে করো যদি সে ওই চাহিদা হারাম উপায়ে মেটাতে তাহলে তার জন্য কোন গুনাহ হত না? (অবশ্যই হতো) অতএব তেমনি সে যখন তা হালাল উপায়ে মেটায়, তার জন্য নেকী লেখা হয়। {মুসলিম:১৬৭৪;মুসনাদ আহমদ:২১৫১১}
আরও দেখুনঃ অলবেঙ্গল রাবেতায়ে মাদারিসে সুন্নিয়া pdf বই ডাউনলোড
বিয়ের আরেকটি সুন্নত হলো অলীমা করা তথা মানুষকে দাওয়াত করে খাওয়ানো। রাসুলুল্লাহ (সাঃ) এ কাজে উদ্বুদ্ধ করেছেন। এমনকি তিনি আবদুর রহমান বিন আউফ (রাঃ) এর উদ্দেশে বলেন, অলীমা কর, হোন না তা একটি ছাগল দিয়ে হয়। [বুখারী:২০৪৯;মুসলিম:৩৫৫৬]
বিয়ের ঘোষণার স্বার্থে শুধু দফ বাজানো এবং নিদোর্ষ সঙ্গীত গাওয়ার অনুমতি রয়েছে। তবে সে সঙ্গীতের রূপের বর্ণনা কিংবা অবৈধ কিছুর আহবান না থাকতে হবে।
কেউ যদি বিয়ের দাওয়াত দেয় তাহলে সে দাওয়াত কবুল করা সুন্নত। রাসুল (সাঃ) বলেন, তোমাদের কাউকে যখন বৌভাতের দাওয়াত দেয়া হয় সে যেন তাতে অংশ নেয়। [বুখারী:৫১৭৩;মুসলিম:৩৫৮২]
আরও দেখুনঃ অলসতা করে নামায বর্জন pdf বই ডাউনলোড
অপর এক হাদীসে তিনি বলেন, আর যে দাওয়াত কবুল করল না সে যেন আল্লাহ ও তারঁ রাসুলের অবাধ্যাচরণ করল। [মুসলিম:৩৫৯৮] তবে বিয়ের অনুষ্ঠানে যদি নিষিদ্ধ কিছুর আয়োজন থাকে তবে তাতে অংশ নেয়ার অনুমতি নেই। নব দম্পতির জন্য দুআ করা সুন্নত। আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত, যখন কোনো ব্যক্তি বিবাহ করত রাসুলুল্লাহ সাঃ বলতেন..
আল্লাহ তোমার জন্য বরকত দিন, তোমার ওপর বরকত দিন এবং তোমাদের উভয়কে কল্যাণে মিলিত করুন। [আবু দাউদ:২১৩০] আবুদুল্লাহ ইবন মাসউদ রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাঃ ইরশাদ করেন,স্ত্রী এবং স্বামী এক সাথে দুই রাকাত নামাজ আদায় করবে। এবং কল্যান কামনার দোয়া করিবে।
আরও দেখুনঃ ইসলামী বিশ্বকোষ ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে অলীমাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বিয়ে বিষয়ক হাদিস বইয়ের সাইজঃ 5.35 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ