অলৌকিক কিতাব আল কুরআন
অলৌকিক কিতাব আল কুরআন pdf বই ডাউনলোড।সৃষ্টির শুরু থেকেই মানব সমাজের একটা সাধারণ বৈশিষ্ট্য হয়ে দাড়িয়েছে যে, যখন কোন নবী বা রাসুলের মাধ্যমে আল্লাহর ইচ্ছা অনুযায়ী মানুষকে পরিচালিত হওয়ার নির্দেশ আসে।
তখন মানুষ তা গ্রহণ না করে নবী ও রাসুলদের নিকট কোন যাদু বা মাজেযা অথবা কোন অলৌকিক ঘটনা দেখানোর দাবী করে থাকে। হযরত ঈসা আঃ যখন তারঁ লোকদের মাঝে ধর্ম প্রচার শুরু করলেন, মানুষকে সৎপথে আসার আহবান জানালেন।
আরও দেখুনঃ অলীমাহ pdf বই ডাউনলোড
নিষিদ্ধ কার্যকলাপ থেকে দুরে থাকার নির্দেশ দিলেন এবং আল্লাহর বিধান অনুযায়ী চলার উপদেশ দিলেন তখন তিনি হযরত ঈসা (আঃ) যে একজন নবী তা প্রমাণ করার জন্য লোকেরা তাকেঁ মোজেযা বা অলৌকিক ঘটনার দেখানো দাবী জানাল।
এই সম্পর্কে বাইবেলের মথি লিখিত ১২ নং অধ্যায়ের ৩৮ ও ৩৯নং আয়াতে নিম্মরূপ বর্ণিত আছে । এর পরে কয়েকজন ধর্ম শিক্ষক ও ফরিশী যশুকে বললেন, গুরু চিহৃ হিসাবে আমরা আপনার কাছ থেকে একটা আশ্চর্য কাজ দেখতে চাই। তবে পরবর্তীকালে অনেক অলৌকিক ঘটনা বা মোজেযা তিনি দেখিয়েছেন বলে আমরা জানতে পারি বাইবেল এর বর্ণনা থেকে।
কোরআন বুঝার জন্য আমরা একে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। হতে পারে আমাদের প্রদত্ত ব্যাখ্যাটি সঠিক নয়। আল্লাহ পাক হয়তো এর অন্যরকম অর্থ বুঝিয়াছেন। রাসুল সাঃ ও সাহাবায়ে কেরাম প্রদত্ত ব্যাখ্যা এবং প্রখ্যাত তাফসীর গবেষকদের ব্যাখ্যা, আল কোরআনের অর্থ ও শিক্ষা বুঝতে আমাদের সাহায্য করে।
আরও দেখুনঃ অলবেঙ্গল রাবেতায়ে মাদারিসে সুন্নিয়া pdf বই ডাউনলোড
বহু অমুসলিম পন্ডিত,দার্শনিক বিশ্বাসই করেননি যে এটি আল্লাহর বাণী। তারা আল কোরআনকে মুহাম্মদ সাঃ এর রচনা বলে ধারণা করেন। প্রখ্যাত চিন্তাবিদ, বক্তা আহমেদ দিদাত এ বিষয়ে এই বইতে অনেকগুলো উদ্ধৃতি তুলে ধরেছেন।
মহাগ্রস্ত আল কোরআন যে কোন মানুষের রচনা নয় এবং এমন একটি কিতাব যে কোন মানুষ রচনা করতে পারে নাহ- আল্লাহ পাক সুরা বনি ইসরাঈলের ৮৮নং আয়াতে একথা বলেছেন। আহমেদ দিদাত এ আয়াতের পক্ষেই কোরআন থেকে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করে ।
আরও দেখুনঃ ইসলামী বিশ্বকোষ ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে অলৌকিক কিতাব আল কুরআন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ কুরআন বিষয়ক হাদিস বইয়ের সাইজঃ 2.81 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আহমেদ দিদাত অনুবাদঃ এ কে মোহাম্মদ আলীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ