অসিয়্যত গুরুত্ব ফযীলত ও পদ্ধতি pdf বই ডাউনলোড। অসিয়্যত হচ্ছে ইন্তিকালের পূর্বে বিভিন্ন জরুরী বিষয়ে নিজ ওয়ারিসদেরকে নসীহত করা। এ অসিয়্যত বা ইন্তিকালপূর্ব নসীহত শুধু বড় মানুষদের কাজ নয়, বরং সকল সাধারণ মুসলমানের জন্যই এটি একটি জরুরী বিষয়।
কারণ, জীবনের বাঁকে বাঁকে মানুষ মাত্রেরই লেন-দেন কাজ-কারবার, আচার-আচরণ হয়ে থাকে। সে ক্ষেত্রে ওসব কিছুই ঠিক ঠিকভাবে সম্পন্ন করে সমাপ্তির পর্যায়ে নিয়ে যাওয়ার আগেই তার ইন্তিকাল হয়ে যেতে পারে। আর তখনই সে বিষয়গুলো সমাধা করে আপনার আমার পরকালে দায়মুক্ত হওয়ার জন্যই অসিয়্যতমানা লিখে রাখা জরুরী।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সাহাবায়ে কেরামের গল্প pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- ফিলিস্তিনের আকাশ pdf বই ডাউনলোড
- স্বামী স্ত্রীর অধিকার pdf বই ডাউনলোড
- হায়াতুস সাহাবা ২য় খন্ড pdf বই ডাউনলোড
ইসলাম অসিয়্যতনামা লিখে রাখার ব্যাপারে অত্যন্ত গুরুত্বারোপ করেছে। হযরত সাহাবায়ে কেরাম রা- এ রমাঝে যথার্থ ও পরিপূর্ণ আলম ছিলো। তাঁরা সকলেই নিজ নিজ অসিয়্যতমানা লিখে নিজের কাছে যেমন রাখতেন তেমনি নিজের আপনজনের কাছেও তার কপি দিয়ে রাখতে-ন।
কিন্তু বর্তমানে আমরা বিষয়টি মনে হয় একবারেই ভুলে গেছি। অতীব জরুরী এ বিষয়টির বাস্তবায়ন আমাদের অধিকাংশের মাঝে নেই। অথচ বিষয়টির প্রতি হাদীস শরীফে অত্যন্ত গুরুত্ব সহকারে নির্দেশ প্রদান করা হয়েছে।
আমরা যেন বিষয়টির যথাযথ গুরুত্ব অনুধাবন করতে পরি এবং বিষয়টির প্রতি গুরুত্ব সহকারে আমল করতে পারি সে মহান লক্ষ্যেই সম্মানিত পাঠকদের খেদমতে আমাদের বর্তমান হাদিয়া অসিয়্যত গুরুত্ব, ফযীলত ও পদ্ধতি। আশা করি এই বইটি দ্বারা আপনারা উপকৃত হবেন । যদি বইটি পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে অসিয়্যত গুরুত্ব ফযীলত ও পদ্ধতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজ | 85.0 MB |
প্রকাশ সালঃ | ২০০৭ সাল |
বইয়ের লেখকঃ | মাওঃ মুশতাক আহমাদ শরীয়তপরী |
বইয়ের অনুবাদকঃ |