আইনের নামে শিরক ও কুফর
আইনের নামে শিরক ও কুফর pdf বই ডাউনলোড। এ পৃথিবীতে মানুষ যদি নিজ থেকে আপনা-আপনি সৃষ্টি হয়ে থাকতো তাহলে তারা যেমন খুশি চলতে পারতো। তাদের জীবনের যাবতীয় দিক ও বিভাগ শাসন ও পরিচালনা করার জন্য নিজেরই স্বাধীনভাবে আইন ও বিধান রচনা করতে পারতো।
তাদের জীবনের যাবতীয় দিক ও বিভাগ শাসন ও পরিচালনা করার জন্য নিজেরাই স্বাধীনভাবে আইন ও বিধান নেই। কেননা তিনি নিজেই তাদের এ প্রয়োজন পুরণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন।
আরও দেখুনঃ আইনে রাসুল সাঃ তাওযীহুল কুরআন pdf বই ডাউনলোড
এ জন্য দিয়েছেন সর্বকাল ও সর্বস্থানে প্রয়োগের উপযোগী সবশেষ অহীর বিধান আল কুরআনও তারঁ শেষ নবীর সহীহ সুন্নাহ। এ দুইয়ের মাঝে বর্ণিত যাবতীয় বিধি- বিধান-মানুষের ব্যক্তি, পরিবার ধর্মীয়, সামাজিক , রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করা বা না করার ব্যাপারে আল্লাহ তাদেরকে সৃষ্টিগত স্বাধীনতা দিয়ে থাকলেও শরীয়াহগত দিক থেকে তা পালন করা বা না।
করার ব্যাপারে তিনি তাদেরকে কোনো স্বাধীনতা দান করেন নি। বরং এ কথা বলে দিয়েছেন যে, যারা স্বেচ্ছায় তা তাদের জীবনে বাস্তবায়ন করবে বা এ জন্য চেষ্টা করবে তারা আল্লাহর আইনের কাছে আত্মসমর্পন কারী ও তারঁ দাস হিসেবে গণ্য হবে। তারা আল্লাহকেই তাদের জীবনের পরিচালনাকারী ও রব হিসেবে স্বীকৃতি দানকারী হবে।
আরও দেখুনঃ আইনে রাসুল সাঃ আদর্শ পরিবার pdf বই ডাউনলোড
আর যারা তা করবে না তারা আল্লাহর অবাধ্য হয়ে তারঁ দাসত্বকে অস্বীকারকারী হয়ে নিজেদেরকে নিজেদের ইলাহও রব হিসেবে স্বীকৃত দানকারী হবে। কুরআন ও হাদীসের দ্বারা এ বিষয়টি অত্যন্ত পরিস্কার থাকা সত্ত্বেও দেখা যায় আমাদের দেশে যারা নিজেদের মুসলিম বলে দাবী করেন তাদের অধিকাংশই তাদের।
জীবনের সকল ক্ষেত্রে সে ওহীর বিধান বাস্তবায়ন করতে রাজি নন। তারা এটাকে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বলে আখ্যায়িত করেন। দেশের অধিকাংশ জনগন ইসলামী রাজনীতির পরিবর্তে পাশ্চাত্য গণতান্ত্রিক রাজনীতির অনুসরণ ও অনুকরণ করার ফলে দেশে যেমন ইসলামী রাষ্ট্র কায়েম হচ্ছে না।
আরও দেখুনঃ আইনে রাসুল সাঃ আদর্শ নারী pdf বই ডাউনলোড
নিচে আইনের নামে শিরক ও কুফর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.59 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ