আইন বানানোর কুফর
আইন বানানোর কুফর pdf বই ডাউনলোড। ইসলামের নামে গনতন্ত্র, নির্বাচন, ভোট, রাজনীতি,পদপ্রার্থীতা সবই হারাম,জায়িয মনে করা কুফরী। ইহুদী খ্রিস্টনরা যে গনতন্ত্রের যে বিষবৃক্ষ রোপন করেছে, আমি বলবো তারা তাদের মিশনে শতভাগ সফল হয়েছে।
তারা আসলেই গোলাম বানিয়ে ফেলেছে নির্বোধ নামধারী মুসলমানদের । বিভক্তি এবং শাষনের নীল নক্সা উভয়টাই তারা সফল বাস্তবায়ন করেছে। আফসোস মুসলমানের জন্য যারা কিনা আজো গনতন্ত্র নামক কুফরীতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে।
আরও দেখুনঃ আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
ইসলামের নামে গনতন্ত্র, ভোট, রাজনীতি, নির্বাচন, পদপ্রর্থীতা সম্পূর্ণ হারাম এ বিষয়ে পুর্নাঙ্গ বিশ্লেষণ: মুসলমানদের উপর নিজের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য ইহুদী খ্রিষ্টানদের সবচেয়ে ভয়াবহ অস্ত্র হচ্ছে গনতন্ত্র। তারা খুবই সুক্ষ্ম এবং ব্যাপক ভাবে এই হারাম গনতন্ত্রের বীজ মুসলমানদের মাঝে বপন করেছে।
এবং এক শ্রেণীর ধর্মব্যবসায়ী এজেন্ট নিয়োগ করেছে এই গনতন্ত্রকে ইসলামি গনতন্ত্র নামে প্রচার করার জন্য। শুধু তাই নয়, তারা রাজনীতি, ভোট, নির্বাচন ইত্যাদিও মুসলমানদের ইসলাম প্রতিষ্ঠার অঙ্গ হিসেবে প্রচার করে যাচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ইসলামী অধিকার থেকে দমীয়ে রাখা।
আরও দেখুনঃ আইন দেয়ার ক্ষমতা আল্লাহর pdf বই ডাউনলোড
মুসলমানদের জড় পদর্থে রুপান্তর করা। তাই এখনই জানার এবং বোঝার সময় এসেছে ইসলাম এবং গনতন্ত্র কি জিনিস। গনতন্ত্র কি কখনো ইসলামী গনতন্ত্র হতে পারে কিনা? মুসলমানরা কি ভোট নির্বাচন করতে পারে কিনা?মুসলমানরা রাজনীতি করতে পারে কিনা?
(১) ইসলাম কি?? ইসলাম হচ্ছে আল্লাহ পাক উনার তরফ থেকে আল্লাহ পাক উনার রসূল (সাঃ) উনার প্রতি পবিত্র ওহী মুবারকের মাধ্যমে নাজিলকৃত একমাত্র পরিপূর্ণ, মনোনীত,নিয়মতপূর্ণ, সন্তুষ্টি প্রাপ্ত দ্বীন। যা কিয়মত পর্যন্ত বলবত থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন -নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহ পাক উনার কাছে একমাত্র দ্বীন। আল্লাহ পাক আরো বলেন যে, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়মত পূর্ণ করে ।
আরও দেখুনঃ আইন ও বিধানদাতা কে pdf বই ডাউনলোড
নিচে আইন বানানোর কুফর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 4.66 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ