আই লাভ ইউ pdf বই ডাউনলোড। হুযুর হয়ে বইয়ের নাম I Love You দিলেন। কেন? দিলে কি হয়েছে ব্যাপারটা কেমন বেখাপ্পা ঠেকে না? আমার কাছে তো বেশ খাপ্পাই ঠেকছে! লোকজন কি ভাববে?
আরে ভাই, লোকজন কী ভাবে, সেটা দিয়ে আমি কী করব। আমার ভাবনার মানদন্ড হবে দ্বীর ও শরীয়ত। সে যার রুচি ও বোধের পাটাতন থেকে চিন্তা করে! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুসলমান ভাইকে ভালোলাগলে তাকে বলবে, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। (ইন্নী উহিব্বুকা ফিল্লাহ। )।
বাক্যটা শুনলেই কারো কারো চোখ বড় বড় হয়ে যায়। কেন? বাক্যটার পুরোই অবয়বই কি খারাপ? যে বাক্য আল্লাহর নবী ব্যবহার করেছেন। দুনিয়ার তাবৎ ভাল মানুষেরা ব্যবহার করেছেন ও করছেন ও করে যাবেন, সেটা খারাপ হয় কি করে?।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিয়ের উপহার pdf বই ডাউনলোড
- সন্তানের শ্রেষ্ঠ উপহার pdf বই ডাউনলোড
- আই লাভ কুরআন pdf বই ডাউনলোড
- আই অ্যাম মুসলিম pdf বই ডাউনলোড
- প্রিয় প্রেয়সী নারী pdf বই ডাউনলোড
সমাজের বাক্যটার ব্যাড ইমেজ-এর কারণে? এমন তাকে শব্দই তো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। দুবি বিষয়- একটা হল আকীদা্ আরেকটা আখলাক। আমাদের কথা বা লেখায় যদি আকীদার সঙ্গে সাংঘর্ষিক ও কুফুরের সঙ্গে সদৃশ রাখে এমন কোনো শব্দ বা বাক্য প্রকাশ পেয়ে যায় তাহলে সেটাকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলা আবশ্যক।
আর যদি শব্দটা আখলাক সম্পর্কি হয় এবং সেটা মুসলমান কাফের উভয়েই ব্যবহার করে তাহলে সেটা কাফেরের বহুল ব্যবহারের কারণে পরিত্যাজ্য হবে কেন? যদিও আই লাভ ইউ বাক্যটার ব্যবহার বাহ্যিকভাবে নিন্দনীয় ক্ষেত্রেই বহুল চর্চিত; কিন্তু ধর্মীয় মহলেও কম চর্চিত নয়।
সফল সংসারের মূল চাবিকাঠি কে? স্বামী নাকি স্ত্রী? উত্তরটা এককথায় দেওয়া কঠিন বটে! উত্তর খোঁজার আগে সংসারে মহীয়সীগণের ভূমিকা নিয়ে একটু ভাবনা-চিন্তা করা যাক! কোথায় যেন পড়েছিলেন। সংসারে পুরুষের চেয়ে একজন নারী অনেক বেশি বলিষ্ঠ ভূমিকা রাখে! নারীকে যাই দেয়া হোক, সে তার বিনিময়ে দ্বিগুন বা কয়েকগুন বা আর বেশি ফিরিয়ে দেয়। নারীকে একফোটা পানি দিলে সে আল্লাহ তাআলার অপার কুদরকে একটি শিশু উপহার দেয়।
নারীকে একটি ছোট্ট গৃহকোন দিলে সে একটি উষ্ঞ সংসার উপহার দেয়। নারীকে একটি ছোট্ট মুচকি হাসি দিলে বিনিময়ে পুরো একটি হৃদয় দিয়ে দেয়্ নারীকে সামান্য একব্যাগ বাজার দিলে সে বিনিময়ে কত কি স্বস্বাদু খাবার উপহার দেয়। সামান্য কবুল বললে নিজেকে শেকড়সুদ্ধ উপড়ে এনে উপহার দেয়। এজন্য তার দিকে ক্ষুদ্র একটি নুড়িও ছুড়ে মাড়ার আগে খেয়াল রাখতে হবে, এর বিনিময়ে তার পক্ষ থেকে কী আসতে পারে। বইটি যদি পড়তে চান তাহলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন।
নিচে আই লাভ ইউ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | গল্প বিষয়ক |
বইয়ের সাইজঃ | 20.4 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আতীক উল্লাহ |
অনুবাদঃ |