আকিদা ইসলামিয়াহ
আকিদা ইসলামিয়াহ pdf বই ডাউনলোড। উক্বদাহ অর্থ বা গিরা । সেমতে আক্বীদাহ অর্থ দৃঢ় বিশ্বাস, যাকে ধারন করে মানুষের জীবন পরিচালিত করা হয় । আকৃতির দিক দিয়ে বিশ্বের মকল মানুষ সমান । তাদের মধ্যে পারস্পরিক পার্থক্য হয় কেবল আক্বীদা -বিশ্বাসের কারনে ।
একই কারনে বনু আদমের কেউ ,কেই মুমিন , কেউ কাফির । কেউ হিন্দু কেউ মুসলমান । মূলতঃ আল্লাহকে একক সৃষ্টিকর্তা ও বিধানদাতা হিসাবে মেনে নেওয়া এবং জীবনের সর্বক্ষেত্রে তাঁর প্রেরিত শরী, আতের অনুসরন করা ও না করার মধ্যেই এই পার্থক্যের কারন নিহিত ।
আরও দেখুনঃ রোজার ৭০ টি মাসয়ালা pdf বই ডাউনলোড
নবীগণ যুগে যুগে মানুষকে এককভাবে আল্লাহর ইবাদত ও আনুগত্যের প্রতি আহবান জানিয়ে গেছেন । সর্বশেষ নবী মুহাম্মদ ছাল্লাল্লা-হু আলাইহি ওয়া সাল্লাম – এর আগমনের পরে বিগত সকল এলাহীধর্ম রহিত হয়ে গেছে । সর্বশেষ রাসূলের মাধ্যমে প্রেরিত ইসলাম বিশ্বমানবতার জন্য আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ।
এই ধর্মের আক্বীদা তাওহীদের উপর ভিত্তিওশীল মুমিনদের সার্বিক জীবন তাওহীদ বিশ্বাসকে কেন্দ্র করেই পরিচালিত হয় । রাসূলূল্লাহ [ছঃ] ও খুলাফায়ে রাশেদীনের মৃত্যুর পরবর্তী যুগে মুসলিম উম্মাহের আক্বীদার মধ্যে মিশ্রন থেকে । সে কারন তাঁরা ইতিহাস আহলেহাদীছগণের আক্বীদা মূলতঃ সাঠক ও নির্ভেজাল ইসলামী আক্বীদ।
আরও দেখুনঃ ইকামাতুস সালাত pdf বই ডাউনলোড
তাই তাঁদের অমর লেখনী সমূহ চয়ন করে আক্বীদা ইসলামিয়াহ নামে অত্র পওস্তিকা রচিত হয়েছে । এচি মাননীয় লেখক প্রনীত ডক্টরেট থিসিস আহলেহাদীস আন্দেলন ; উৎপত্তি ও ক্রমবিকাশ ; দক্ষিন এশিয়ার প্রেক্ষিত সহ , গ্রন্থের আকিদা অধ্যায়নের মূল অংশ ।
এর প্রয়োজনীয় টীকা সমূহ উক্ত গ্রন্থে রয়েছে । আগ্রহী পাঠক — পাঠিকা সেখানে দেখে নিতে পারেন । সাধারন পাঠক , ছাত্র , ও ব্যস্ত লোকদের কথা চিন্তা করে টীকা বিহীনভাবে সংক্ষিপ্ত কলেবরে বইটি প্রকাশিত হ,ল । ১ -আহলেহাদীছগণ [১] আল্লাহর উপরে [২] তাঁর ফিরিশতাগণের উপরে [৩] আল্লাহ প্রেরিত কিতাব সমূহের উপরে ।
আরও দেখুনঃ ইসলামি আকিদা বিষয়ক মাসআলা pdf বই ডাউনলোড
নিচে আকিদা ইসলামিয়াহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.36 MB প্রকাশ সালঃ ২০০০ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ