আখিরাতের জীবনচিত্র pdf বই ডাউনলোড। মানুষ মৃত্যুর পরের জীবন তথা বিচার দিবস সম্পর্কে সন্দেহ পোষণ করবে, এ জন্য আল্লাহ তায়ালা পৃথিবীতেই মৃত্যুর পরে জীবনদানের প্রক্রিয়া সংঘটিত করেছেন, যেন মানুষের মনে কোন ধরণের -সন্দেহ সংশয় দানা বাধঁতে না পারে। অস্তিত্বহীন মানুষকে তিনি অস্তিত্ব দান করেছেন, আবার তিনিই তাকে মৃত্যুদান করবেন। আবার তিনিই পুনরায় জীবনদান করে বিচার দিবসে একত্রিত করবেন। কিভাবে করবেন। তিনি তা মানুষকে প্রত্যক্ষ করার সুযোগ দিয়েছেন।
পৃথিবীতে মানুষে চোখের সামনে মৃত জিনিসগুলোকে পুনরায় জীবনদান করে মানুষকে দেখানো হয়, এভাবেই তিনি বিচার দিবসে মানুষকে পুনরায় জীবনদান করবেন। আল্লাহ রাব্বুল আলামীনের কর্মগুলোকে শক্তিমত্তার দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করলে স্বতঃস্ফুর্তভাবে মন সাক্ষী দেয় যে, তিনি যখনই ইচ্ছা করবেন, তখনই ইচ্ছে সমস্ত মৃত্যকে পুনরায় জীবিত করতে সক্ষম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুরআন হাদীসের আলোকে আখিরাতের চিত্র pdf বই
- কোরআন দিয়ে নিজের চিকিৎসা pdf বই ডাউনলোড
- আখিরাতের শেষ সম্বল pdf বই ডাউনলোড
- অস্তিত্ব বাদ pdf বই ডাউনলোড
ইতোপূর্বে যাদের কোন অস্তিত্ব ছিল না, তাদেরকে তিনি অস্তিত্ব দান করেছেন। অপরদিকে আল্লাহর কাজগুলোকে যদি তারঁ জ্ঞান ও প্রজ্ঞার দৃষ্টিতে দেখা হয়, তাহলে বুদ্ধিবৃত্তি সাক্ষী দেয় যে, তিনি মানুষকে পুনরায় জীবনদান করে হিসাব গ্রহণ করবেন।
বর্তমান কালে যেমন কিছু সংখ্যক মানুষ ধারণা করে, পৃথিবীর এই জীবনই শেষ জীবন। পুনরায় আর জীবন লাভ করা যাবে না তথা পরকাল বলে কিছু নেই। এই ধারণা নতুন কিছু নয়-একই ধরণের ধারণা সুদূর অতীত কাল থেকেই এক শ্রেণীর ভোগবাদী পরকাল অবিশ্বাসী মানুষ পোষণ করে আসছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠঅর লক্ষ্যে আন্দোলন শুরু করেছিলেন।
সে সময়েও মানুষের ধারণা ছিল, মানুষকে পৃথিবীতে স্বাধীনভাবে ছেড়ে দেয়া হয়েছে। মানুষ এখানে যা ইচ্ছে তাই করবে। এমন কোন উচ্চশক্তির অস্তিত্ব নেই, যার কাছে মানুষ তার যাবতীয় কর্মকান্ডের হিসাব দিতে বাধ্য। মৃত্যুর পরে আর কোন জীবন নেই। পৃথিবীতে সংঘটিত কোন কর্মকান্ডের হিসাব করো কাছেই দিতে হবে না। এই ধারণা মারাত্মক ভূল। পরকাল অবশ্যই সংঘটিত হবে এবং সেদিন সকল কাজের জবাবদিহি মহান আল্লাহর কাছে করতে হবে।
পরকালে জবাবদিহির অনুভুতি ব্যতীত মানুষ কোনোক্রমেই পৃথিবীতে সৎ-চরিত্রবান হতে পারে না। এ জন্য পবিত্র কোরআন-হাদীসে পরকালের বিষয়টি সর্বাধিক আলোচিত হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়ে পরকালে জবাবদিহির অনুভুতি সজাগ করে দিন। বইটি যদি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এর বই।
নিচে আখিরাতের জীবনচিত্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক |
বইয়ের ধরণঃ | পরকাল বিষয়ক |
বইয়ের সাইজঃ | 5.17 MB |
প্রকাশ সালঃ | ২০০৭ |
বইয়ের লেখকঃ | মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী |
অনুবাদকঃ |