আদর্শ এক গৃহবধূ pdf বই ডাউনলোড। আসসালাতু খাইরুম মিনান্নাউম। নিদ্রার চেয়ে নাাজ শ্রেষ্ঠ। আযানের এ শব্দ কানে যাওয়ার সাথে সাথে শাহিদার ঘুম ভেঙ্গে যায়। বিছানায় উঠে বসে পাশের জানালাটা খুলে দেয় শাহিদা। বাইরের দিকে তাকিয়ে দেখে তখনো গুমোট অন্ধকার বিরাজ করছে। হঠাৎ কিসের যেন একটা শব্দ শুনতে পায় সে। ভয়ে গা শিউরে ওঠে শাহিদার। তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নিশ্চুপ বসে থাকে বিছানার উপর কান খাড়া করে।
না, আর কোন শব্দ শুনতে পায়না সে। ভাবে আর একটু শুয়ে থেকে উঠলেই হবে, এখনো তো অন্ধকারই কাটেনি। পরক্ষাণেই চিন্তা করে, না এখন আর ঘুমিয়ে থাকা ঠিক হবে না। এখন ঘুমুলেই ফজরের নামাজ নির্ঘাত ক্বাজা হবে।
আরও দেখুনঃ হ্যাপী থেকে আমাতুল্লাহ pdf বই ডাউনলোড
সাহিত্য মানুষের মনের কথা বলে। যার কারণে মানুষ সাহিত্য পাঠ করে মনের খোরাক পায়। বর্তমানে যৌন সুড়-সুড়ি দিয়ে পরকাল বাদ দিয়ে যে সাহিত্য রচনা হচ্ছে তা দ্বারা মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে ইহজগতের তৃপ্তিবোধ করছে। এ কারণে ঈমান-ইসলামের সাথে এক শ্রেণীর মানুষের দুরত্ব সৃষ্টি হচ্ছে। দ্বীনদার বুদ্ধিজীবিরা। এ ধরনের সাহিত্যকে অপসংস্কৃতি হিসাবে চিহিৃত করেছেন।
আবহমানকাল হতে বুদ্বিজীবিরা এ ধরনের সাহিত্যকে অপসংস্কৃতি হিসাবে চিহিৃত করেছেন। আবহমানকাল হতে দৃষ্টি-কালচার, তাহজীব-তমদ্দুন বজায় রেখে সকল ধর্মের সাহিত্যিকগণ বই পুস্তক লিখতেন। যেমন- শরৎ চন্দ্র তার সাহিত্যে ধর্মীয় ও সামাজিক চিত্র তুলে ধর্মমুখী ও নীতিবান বানাতে চেয়েছেন হিন্দু সমাজকে।
আরও দেখুনঃ হে আমার ছেলে pdf বই ডাউনলোড
অন্যদিকে ইসলামী তাহজীব-তমুদ্দুন রক্ষা করে ইসলামী সাহিত্য যারা লিখে সমাজকে সিরাজীসহ অনেকের নাম উল্লেখযোগ্য। বর্তমান সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় আদর্শকে জলাঞ্জলী দেয়া হয়েছে বললে অত্যুক্তি হবে না। কারণ রাষ্ট্রীয়ভাবে ইসলাম এখনো পরাজিত শক্তি।
ব্যক্তি জীবনে যা চলছে ঈমান-ইসলাম রক্ষার মেহনত। বিশেষ করে তথাকথিত সাহিত্যিকগণ এ সকল আদর্শের ধার ধারেন না। ইসলামী চিন্তা-চেতনায় উজ্জিবিত যে সকল মনীষী সাহিত্যের খেদমত করে আসছেন আবদুল খালেক জোয়ারদার ভাই তাদের মধ্যে অন্যতম।
আরও দেখুনঃ সিয়াসতনামা pdf বই ডাউনলোড
নিচে আদর্শ এক গৃহবধূ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ কাবা প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 11.4 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ আব্দুল খালেক জোয়ারদার অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ