আধাঁর মানবী pdf বই ডাউনলোড। এই যে, শোনেন! এই যে এই যে! আপনাকে বলছি।’ ‘জি! আমাকে?”
‘হ্যাঁ, কেন আপনি শুনতে পাননি?’ ‘পেয়েছিলাম। কিন্তু …!
“কিন্তু কী, কিন্তু কী? ভাব দেখাচ্ছেন, না?’
‘না মানে দেখেন…’
‘কী দেখব অ্যাঁ? কী দেখব?’
‘আসলে আমি মেয়েদের সঙ্গে কথা বলি না। ইসলাম বেগানা মেয়েদের সঙ্গে কথা বলাকে নিষিদ্ধ করেছে।’
সকালের এই কথাগুলো ভেবে মেজাজটাই বিতিকিচ্ছিরি হয়ে গেল জেরিনের। নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। কী প্রয়োজন ছিল ছেলেটার সঙ্গে সেধে কথা বলার? ভালো ছাত্র বলেই জেরিন ওর কাছে একটা জরুরি নোট চাইতে গিয়েছিল। তাই বলে ক্যাম্পাসের এত্তগুলো স্টুডেন্টের সামনে এইভাবে অপমান করবে!
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুবনজয়ী নারী pdf বই ডাউনলোড
- ফররুখ আহমদ জীবনও সাহিত্য pdf বই ডাউনলোড
- আরবি সাহিত্যে ইসলামি ভাবধারা pdf বই ডাউনলোড
- আধুনিক আরবি ব্যাকরণ pdf বই ডাউনলোড
- অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড
হ্যাহ, দু-টাকার এক হুজুর ছেলে, বলে কিনা, আমি মেয়েদের সঙ্গে কথা বলি না। ইসলাম বেগানা মেয়েদের সঙ্গে কথা বলা নিষেধ করেছে।… এতই যখন ধর্মপ্রেম তো ভার্সিটিতে পড়ে আছিস কেন? মাদরাসায় গিয়ে ভর্তি হয়ে যা না…যত্তসব। ভার্সিটির ক্যান্টিনগুলো বিকেলবেলা বেশ জমে ওঠে। গল্পগুজব আর হইচইয়ে মেতে থাকে সারাক্ষণ। তেমন প্রয়োজনীয় হইচই না। অধিকাংশই অপ্রয়োজনীয় আলাপ-আলোচনা। কোন মেয়ে দেখতে কেমন, কার হাঁটাচলা কীরকম, কার সঙ্গে কার রিলেশন চলছে—এইসব ফাউ কথাবার্তা। এই সময়ে বসার জায়গা পাওয়াই মুশকিল।
জামিল ও তার বন্ধু মামুন বসার জায়গা না পেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গেটের বাইরের দিকে হাঁটা দিলো। মামুন হাঁটতে হাঁটতে বলল, ‘মেয়েটা তোর পূর্বপরিচিত নাকি রে দোস্ত?’ জামিল বুঝতে না পেরে বলল, ‘মানে! কোন মেয়েটা?’ “ওই যে সকালবেলা! … কিছু সময়, পিছু পিছু!” “ধ্যাৎ কী সব মজা করিস? পরিচিত হতে যাবে কেন?’ ‘বল না ভাই! আমার তো মনে হয় আগে থেকেই তোদের মধ্যে জানাশোনা আছে।’
বাদ দে তো! কীসের জানাশোনা? কোনো জানাশোনা নেই। আমি তো এর আগে একে দেখিইনি।’
‘না মানে, যেভাবে ভাব-টাব নিয়ে বলছিল, মনে হইতেছিল, ধুর, ওইগুলা নিয়া ফাউ ফাউ মাথা ঘামিয়ে লাভ নাই। বাদ দে এসব।’ মামুন বলল, ‘ক্যান? মাথা ঘামালে প্রবলেম কী?’ ‘প্রবলেম আছে। এ এক ফিতনা। তুই বুঝবি না। বাদ দে তো!” মামুন মাথা চুলকে বলল, ‘ওকে তোর কথাই রইল। দিলাম বাদ।” ‘থ্যাংক ইউ! এখন বল, আমার সঙ্গে কবে বেরুচ্ছিস?”
কোথায় বের হব দোস্ত?’ কোথায় বের হব মানে? তিন দিনের জন্য তাবলিগে! তুই-ই তো আমাকে কথা দিয়েছিলি!” ‘ও আচ্ছা ওইটা? ইনশাল্লাহ। দেখি।” ‘উঁহু, এবার কিন্তু দেখি বললে চলবে না। অমুক বান্ধবীর বিয়ে, তমুকের বউভাত ইত্যাদি নামক কোনো অজুহাতও এইবার গ্রহণযোগ্য হবে না। আমার সঙ্গে এবার তুই যাচ্ছিস এটাই শেষ কথা। ওকে?” মামুন হেসে বলল, ‘ওকে ইনশাআল্লাহ।’
নিচে আধাঁর মানবী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল হাসান |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 43.22 MB |
প্রকাশ সাল | ২০১৫ সাল |
বইয়ের লেখকঃ | মাহিন মাহমুদ |
বইয়ের অনুবাদকঃ |