আধুনিক আরবি ব্যাকরণ pdf বই ডাউনলোড। ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক্ব- পড় তোমার রবের (প্রতিপালকের ) নামে যিনি সৃষ্টি করেছেন। এভাবেই সর্বকালের মানবজাতিকে আল্লাহ পাক পড় এই শাশ্বত আদেশটি দেন।
আরবী ব্যাকরণ বিষয়টি জটিল। মানুষের প্রকৃত ভাষা হচ্ছে আরবী। আল্লাহ প্রদত্ত আল কুরআন ও রাসূল সাঃ-এর বাণী আরবী ভাষায় আমাদের নিকট এসেছে। তাই আরবী ভাষা শিক্ষা করা মুসলমান নর-নারীর জন্য অতীব প্রয়োজন। আরবীতে সূরা না পড়লে নামায হবে না।
আরও দেখুনঃ আদর্শ ছাত্রজীবন pdf বই ডাউনলোড
তেমনি আরবী না শিখলে আল কুরআন জানা সম্বভ হবে না। ভাষা শিক্ষা করা অর্থ শুধু তিলাওয়াত করা নয়। পড়ার সাথে সাথে মর্ম উপলব্ধি করার নাম ভাষা শিক্ষা। আমাদের শিক্ষিত সমাজকে কুরআনের এই ভাষা শিখতে হবে। এ ভাষা শিক্ষা করতে পারলে আমাদের আর কেউ কোনভাবেই ঠকাতে পারবে না।
মাতৃভাষা ব্যতীত অন্যান্য ভাষা জানতে, বুঝতে ও শিখতে হলে সেসব ভাষার ব্যাকরণ জানা একান্তই আবশ্যক। ব্যাকরণের দক্ষতার উপরই ভাষার সঠিক ব্যবহার ও প্রয়োগের যথার্থতা নির্ভর করে। যারা ব্যাকরণে দুর্বল তাদের সেই দুর্বলতার কারণে শিক্ষা জীবনের বিভিন্ন অধ্যায় ও ক্ষেত্রে তাদেরকে অযোগ্যতার সম্মুখীন হতে হয়।
আরও দেখুনঃ জেনে রাখুন নিষিদ্ধ হস্তমৈথুন এর ইতিহাস বই
আরবী ভাষা ও তার ব্যাকরণ এবং ধর্মীয় গ্রন্থাবলী মাদরাসা ছাত্রদের আবশ্যিক পাঠ্য হওয়ায় এ ভাষার ব্যাকরণের অথ্যধিক গুরুত্ব দেয়া হয়। এ ভাষার একই শব্দের বিভিন্ন রূপান্তর , গঠন প্রণালী ও নানাকরম অর্থ এবং সুউচ্চ ভাষাগত ব্যাপক ভাব গাম্ভীর্য থাকায় অর্থের বিশুদ্ধতার জন্য এর ব্যাকরণের জ্ঞান অপরিহার্য। একাডেমিক শিক্ষায় ভাল ডিগ্রি বা।
গ্রেডে পাশ করেও বহু সংখ্যক শিক্ষার্থী আরবী ভাষা ও ব্যাকরণে নিতান্তেই অজ্ঞ বা কাচাঁ থেকে যান। আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ এ গ্রন্থটি মাদরাসা পাশাপাশি আরবী ভাষার প্রতি উৎসাহ শিক্ষার্থীদেরকে সঠিক পদ্ধতিতে সহজ পন্থায় সফলতার পথ দেখাবে। কৃতজ্ঞতা অর্থাৎ প্রশংসার সবটুকু মহামহীয়ান আল্লাহ তাআলার জন্য, যিনি আরবী ভাষার একটি ব্যাকরণ (Grammar)গ্রন্থ রচনা করার তাওফীক দান করেছেন ।
আরও দেখুনঃ আদাবে জিন্দেগী pdf বই ডাউনলোড
নিচে আধুনিক আরবি ব্যাকরণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন বইয়ের ধরণঃ পড়াশুনা বিষয়ক বইয়ের সাইজঃ 9.65 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ এম এম শাহীদুল্লাহ মিল্লাত অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ