আবূ তালিব এর ইসলাম
আবূ তালিব এর ইসলাম pdf বই ডাউনলোড। ”রাফেজী ও অন্যান্য জাহিল লোকেরা বলে যে আবূ তালিব ঈমান এনছিলেন । এ বিষয়ে তারা ইতিহাসে বর্ণিত জাঈফ হাদিস থেকে দলীল দিয়ে থাকে । তাতে রয়েছে যে – তিনি মৃত্যর সময় (ঈমান প্রসঙ্গে ) গোপনে কিছু বলেছিলেন ।
তবে, আবূ তালিবের ঈমানের বিষয়ে যদি আব্বাস (রাদিআল্লাহু আনহু ) আলোচনা যদি করেই থাকেন ; তাহলে কেন তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) কে বললেন আপনার বৃদ্ধ চাচা (তার জীবদ্দশায় ) আপনার অনেক কাজে আসত ।
আরও দেখুনঃ হৃদয় সম্প্রসারণ pdf বই ডাউনলোড
আপনার দ্ধারা তিনি উপকৃত হয়েছেন কী? তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: আমি তাকে জাহান্নামের গভীরে পেলাম , তাই তার ব্যাপারে সুপারিশ করলাম । ফলে তিনি জাহান্নামের হালকা জায়গায় চলে আসলেন । এখন তার পায়ে আগুনের জুতা আছে , সে কারণে তার মগজ টগবগ করছে ।
যদি আমি না থাকতাম তাহলে তিনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্তান করতেন (বুখারী ৬৫৬৪ , মুসলিম :৩৬০-৩৬২) সুতরা এ দাবী সহীহ বুখারী ও অন্যান্য গ্রন্থে বর্ণিত ঘটনার বিপরীত । কেননা সর্বশেষ যে কথাটি তিনি (আবূ তালিব ) বলেছিলেন, তা হলো : তিনি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই অটল রয়েছেন । আর আব্বাস (রাদিআল্লাহু আনহু) তার মৃত্যুর সময় উপস্থিত ছিলেন না ।
আরও দেখুনঃ মহান আল্লাহর মারিফাত pdf বই ডাউনলোড
এরপরও যদি কথাটি সহীহই হয় – তাহলে আবূ তালিবই , হামযা এবং আব্বাস (রাদিআল্লাহু আনহু ) এর চেয়ে বেশী প্রসিদ্ধ হতেন । কিন্তু উম্মাতের পূর্বাপরের সকলের থেকে মুতাওয়াতির ও মুস্তাফিয বর্ণনার দ্ধারা জানা যায় যে , রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পরিবারের মুমিনদের মধ্যে হামযা , আব্বাস ,আলী , ফাতেমা , হাসান এবং হুসাইন (রাদিআল্লাহু আনহুম )।
দের ব্যাপারে যেরুপ আলোচনা করা হয়েছে , অন্য কোন বর্ণনায় আবূ তালিবের ব্যাপারে এরুপ আলোচনা করা হয়নি । এটাই সবচেয়ে বড় প্রমান যে, কথাটি আবূ তালিবের গ্রহণ মিথ্যা । হাফিজ নাবাবী (রাহিমাহুল্লাহু তাআলা )বলেন ৬৩১- ৬৭৬হি বলেন , সকল মুসাফিরগণ একমত
আরও দেখুন। মদপান ও ধূমপানের অপকারিতা pdf বই
নিচে আবূ তালিব এর ইসলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.73 MB প্রকাশ সালঃ ২০১৯ ইং বইয়ের লেখকঃ আল্লামা গোলাম মোস্তফা যহীর আমানপূরী অনুবাদঃ রিয়াজ হুসাইন-গংডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ