আযীমুদ্দীন আল আযহারী জিবনী pdf বই ডাউনলোড। জীবন-মরণ ন্যস্ত তার সম্মুখে ক্বিয়ামতের দিনে হাশরের ময়দানে আমাদেরকে জব্বাবদিহি করতে হবে। পরম পবিত্র মহা সত্তা আল্লাহর কাছে সন্তোষজনক জবাবদিহির জন্য তারঁ প্রতি বিশ্বাস সীমাঢালা প্রাচীরের মত সুদৃঢ় হতে হবে। সকল প্রকার অস্বচ্ছলতা, অস্পষ্টতা বিদূরিত করতে হবে। নিজেদের খেয়াল খুশীমত জীবন যাপন পরিত্যাগ করতে হবে।
সকল প্রকার মানব রচিত মতবাদ ও জীবন পদ্ধতি পরিত্যাগ করতে হবে। অপরের প্রতি যুলুম–নির্যাতন বন্ধ করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়ার যিন্দেগীর প্রাধান্য না দিয়ে পরকালের যিন্দেগীর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
আরও দেখুনঃ আসকালানি রহঃ জিবনী pdf বই ডাউনলোড
নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করা বন্ধ করতে হবে পৃথিবীতে বিদ্যমান পুজিঁবাদ, সমাজবাদসহ সকল প্রকার মানব রচিত বিধানকে বাতিল করে মহাপ্রভু আল্লাহর শ্বাশত বিধান চালু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের ইচ্ছাকে অগ্রাহ্য, পদদলিত করে সেই মহাসত্তার ধ্যান-ধারণা ও ইচ্ছাকে নিঃশর্তভাবে প্রাধান্য দিতে হবে। নতুবা হাশরের দিনে শেষ বিচারে আমাদের পরিত্রাণের কোন উপায় থাকবেনা। আজকের পর যেমন আগামীকালের আগমন সুনিশ্চিত
তার সম্পর্কে জানার জন্য বইটি ডাউনলোড করতে পারেন।
ঠিক তেমনি দুনিয়ার যিন্দেগীর পর ক্বিয়ামত সুনিশ্চিত। এ প্রসংগে মহান আল্লাহ বলেন, আপনি বলুন! আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর মৃত্যু দেন অতঃপর তোমাদেরকে ক্বিয়ামতের দিন একত্রিত করবেন যাতে কোন সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না । (জাসিয়া ২৬)।
আরও দেখুনঃ শায়খ আব্দুল আযীয বিন বায জিবনী pdf বই ডাউনলোড
ক্বিয়ামতের সেই কঠিন আযাব, আখেরাতে মুক্তি, আল্লাহ নৈকট্য-সান্নিধ্য লাভের বাসনা, নরকের ভয়াবহ শাস্তি হতে পরিত্রাণ ও অনন্ত অসীম চিরকাল সুখ-স্বাছন্দের জন্য আল্লাহর নির্দেশিত অহি-রবিধান চালু ব্যতীত কোন বিকল্প নেই। পৃথিবীতে আজ শান্তি প্রতিষ্ঠা, বৈষম্য দূরকরণ, নারীর অধিকার নিশ্চিতকরণ, অর্থনৈতিক শোষণ প্রতিরোধ করতে হলে আল্লাহর দেওয়া বিধানের দিকেই এগুতে হবে ।
আল্লাহ আমাদেরকে তার প্রদত্ত অভ্রান্ত অহি-র বিধানের পথে দৃঢ়ভাবে চলার তৌফিক দিন-এটাই আমাদের জীবনের চরম ও পরম চাওয়া পাওয়ার উদ্দেশ্য ও লক্ষ্য হওয়া উচিত। মহান আল্লাহ তারঁ পবিত্র গ্রন্থে ঘোষণা করেছেন, হে মানব জাতি! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোন কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোন উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য।
আরও দেখুনঃ মাওলানা আব্দুল মতীন সালাফীর জিবনী pdf বই ডাউনলোড
নিচে আযীমুদ্দীন আল আযহারী জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | ২০০০ |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now