আলোর মশাল
আলোর মশাল pdf বই ডাউনলোড। রাসুল সা. আমাদের আদর্শ। সমস্ত। উম্মতের জন্য আদর্শ। কেরামত আগমনকারী সকল মানুষের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসুলের মাঝে সর্বোত্তম আদর্শ রয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিলাভের আশা করে এবং আখেরাতের দিবসের আশা করে আর আল্লাহকে অধিক পরিমাণে স্বরণ করে।
রাসুল সা. এতো বেশি এবাদত করতেন যে পা ফুলে যেতো। ফেটে ফেটে যেতো। তাঁকে প্রশ্ন করা হলো-হুজুর! আপনার পূর্বের ও পরের সকল পাপ ক্ষমা করে দেয়া হয়েছে! তবুও এতো কষ্ট করেন কেন! রাসুল বললেন, আমি কি শোকর আদায়কারী বান্দা হব না!
রাসুল সা. রাতে এগার রাকাত নামাজ পড়তেন। কখনো পড়তেন তের রাকাত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আলোর মশাল pdf বই ডাউনলোড
- জান্নাতের ফুল pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আল্লাহর দিকে আহবান pdf বই ডাউনলোড
- আল্লাহর দিকে আহবান pdf বই ডাউনলোড
তারঁ রাতের নামাজ হতো অনেক দীর্ঘ। প্রায় রাতের নামাজে এক রাকাতে তিনি পাচঁ পারার মতো তেলোয়াত করতেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিন্দিন নামাজের রাকাত সংখ্যা ছিল চল্লিশের বেশি। এর মধ্যে ফরজ নামাজ সতের রাকাত। মুল কথা হলো এবাদতে তিনি এক অপার্থিব স্বাদ, গভীর হৃদ্যতা ও বর্ণনাতীত প্রশান্তি পেতেন। এজন্য হযরত বেলাল রা, কে বলতেন বেলাল! আযান দিয়ে আমাদেরকে প্রশান্তি দাও।
রাসুল সা. প্রতিমাসে তিনদিন রোযা রাখতেন। বিশেষত সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখতেন । তিনি অল্প কয়দিন ব্যতীত গোটা শাবান মাস রোযা রাখতেন। শাওয়াল মাসের ছয়দিন রোযা রাখতে উৎসাহ প্রদান করেছেন। রাসুর সা. এমন ধারাবাহিকভাবে রোযা রাখতেন যে, মনে হতো কখনো রোযা ভাংবেন না। আবার ধারাবাহিক এমনভাবে রোযা ছেড়ে দিতেন যে, মনে হতো আর (নফল ) রোযা রাখবেন না।
রাসুল সা. পানাহার ব্যতীত একাধারে তিন-চারদিন রোযা রাখতেন। যাকে সওমে বিসাল বলে। তিনি উম্মতকে সওমে বিসালের ব্যাপার নিষেধ করেছেন। এর ব্যাপারে তিনি বলেছেন, উম্মত তারঁ মতো হতে পারবে না। তিনি তারঁ রবের নিকট অবস্থান করেন। এ সময় তারঁ রবই তাকেঁ আহার করান ও পান করান।
নিচে আলোর মশাল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বইয়ের সাইজঃ 5.64 MB প্রকাশ সালঃ ২০১৯ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ