আল্লাহর প্রিয় বান্দা হবেন কিভাবে
আল্লাহর প্রিয় বান্দা হবেন কিভাবে pdf বই ডাউনলোড। প্রেমিক প্রেমিকার ভালোবাসা ! বর্ণিত আছে যে ,একজন আবেদ সবকিছু ছেড়ে শুধুমাত্র আল্লাহর এবাদতের মশগুল থাকত । একদিন এক সুন্দরী খ্রীষ্টান মহিলাকে দেখে প্রেমে মত্ত হয়ে পড়ে । বিবাহের প্রস্তাব দিলে সুন্দরী প্রত্যাখ্যান করে বলে : যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো তবে তোমার আশা পূরণ হতে পারে ।
তাই সে আবেদ সুন্দরীকে পাওয়ার জন্য খ্রীষ্টান ধর্ম গ্রহণ করল । কিন্তু তার সাথে সাক্ষাতের পূর্বেই কুফরি অবস্থায় মারা গেল । নাউযু বিল্লাহি মিন যালিক ! ঔদিকে সেই সুন্দরী এ কথা জানতে পেরে তার প্রেমিককে জান্নাতে একসাথে পাওয়ার আশায় ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলিম অবস্থায় মারা গেল ।
আরও দেখুনঃ মানব সৃষ্টির বিস্ময়কর ঘটনা pdf বই ডাউনলোড
আরো বর্ণিত আছে যে , এক প্রেমিক তার প্রেমিকার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকার পর যখন সে তার সামনে হাজির হল , তখন সে তার ভালোবাসা প্রকাশের জন্য প্রেমিকার দুই পায়ের মাঝে মাটিতে সেজদায় পড়ে গেল । আর এ অবস্থায় মৃত্যর ফেরেশতা তার জান কবজ করে নিল । ফলে সে মুশরিক হয়ে মৃত্যবরণ করল ।
আমরা কি ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং কি ভাবে তার প্রিয় বান্দা হবো ?
নাউযু বিল্লাহি মিন যালিক !!আরো বর্ণিত আছে যে , বাগদাদে এক যুবক নিয়মিত আজানের পূর্বে মসজিদে উপস্থিত হত । যুবকটি মুয়াজ্জিনের নিকট আজান দেয়ার সুযোগ গ্রহণের ইচ্ছা প্রকাশ করে অ নাছোরবান্দা দেখে পরিশেষে মুয়াজ্জিন সাহেব যুবকটিকে আজান দেয়ার অনুমতি দেন ।
আরও দেখুনঃ আশুরা করণীয় বর্জনীয় pdf বই ডাউনলোড
কিন্তু বলে দেন যে হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ ”বলার সময় ডানে – বামে ঘাড় যেন না ফেরায় । একদিন যুবকের মাথায় খেলল অজানে হাইয়া আলাস স্বলাহ ও হাইয়া আলাল ফালাহ “ বলার সময় ডানে – বামে ঘাড় ঘুড়ানো সুন্নাত , যা ছেড়ে দেয়া মোটেই ঠিক হ্চ্ছে না ।
তাই ডানে ঘাড় ঘুড়াতেই যুবক পার্শ্বে ছাদের উপর দেখতে পেল এক বাগদাদি সুন্দরী যুবতি । অজান শেষ না করতেই যুবক দৌড়ে মেয়েটির বাড়িতে গিয়ে বিবাহের পয়গাম দিয়ে বসল । যুবতি বলল : আমার বাবা আছেন তার সাথে কথা বর । সে মেয়েটির বাবা পৌঁছা মাত্রই মনের ভাসনা প্রকাশ করল যুবক ।
আরও দেখুনঃ জয়িফ হাদিস মানা যাবে pdf বই ডাউনলোড
নিচে আল্লাহর প্রিয় বান্দা হবেন কিভাবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 2.46 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ