আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা বলেন: অর্থাৎ ওরা চায় ফুৎকার দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তা পূর্ণাঙ্গ করবেনই কাফিরদের নিকট যতই তা ঘৃণা ও গাত্রদাহের কারণ হোক। (সূরা আত-তাওবাহ: ৩২)।
কাফিরগণ প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আল্লাহর আলো নির্বাপিত করতে; আল্লাহর আলো ইল ইসলাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাহ। ওরা চায় ইসলামের ধারা প্রতিহত করতে আর আল্লাহ বলেন যে, ওদের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে । ইসলামের উপর আঘাত হানার জন্য ওরা যে অঢেল অর্থ সম্পদ ব্যয় করে, তা সত্যিই অবাক করার মত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- খেলাধুলা ও বিনোদন pdf বই ডাউনলোড
- মোগল সম্রাট আওরঙ্গজেব pdf বই ডাউনলোড
- হিজাব বা পর্দা pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ১৫তম খন্ড pdf বই ডাউনলোড
- মৃত্যু চিন্তা pdf বই ডাউনলোড
ভেবে দেখুন, আল্লাহ ওদের কত নিয়ামত দান করেছেন, ওদের হাতে কত সহায় সম্পদ রয়েছে অথচ সবকিছুই ওরা বিনিয়োগ করছে ইসলামকে নিশ্চিহৃ করার জন্য? কখনও আমরা অনুযোগ করে বলি, সকল ক্ষমতাধর রেডিও স্টেশন ওদের দখলে, পৃথিবীর প্রভাবশালী মিডিয়া ওদের কব্জায়, সরকার ও পুলিশ বাহিনী ওদের বশীভূত, এক কথায় পৃথিভীর যাবতীয় কলকাঠি ওরাই নাড়ছে।
ওদের হাতে যাবতীয় অর্থকড়ি, সহায় সম্বল। আমাদের কোন সুযোগই নেই ওদের বিরোধিতা বা সংগ্রাম করার, তাই আমাদের উচিত সংগ্রামের পথ পরিহার করে বিকল্প কোন উপায়ে ওদের মোকাবিলা করা; সম্মুখ সমরে আমাদের যাওয়া উচিত নয় যেহেত কোনভাবেই আমরা ওদের সমকক্ষ হতে পারব না! বরং রাজনীতি ও কূটনীতির আশ্রয়ে ওদের মোকাবিলাকরা শ্রেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বস্তুত; এখন ওরা আরও ব্যয় করবে। তারপর তাই ওদের জন্য আক্ষেপের কারণ হবে এবং শেষ পর্যন্ত ওদের পরাজিত করা হবে,,,,(সূরা আনফাল: ৩৬)।
সুতরাং ওরা ওদের অর্থ সম্পদ ব্যয় করুক, যেহেতু এভাবেই ওরা পরাজিত হবে। উপরোক্ত আয়াতের অর্থ অনুযায়ী, প্রথমে ওদের অর্থ সম্পদ ব্যয়িত হবে, অতঃপর ওরা পরাজিত হবে। ইসলামের বিরুদ্ধে অভিযানে ওরা যখন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে, তখন আমাদের বরং খুশি হওয়া উচিত। কেননা, তা নির্দেশ করে যে, ইসলামের বিজয় আসন্ন। নির্ধারিত পথেই ঠিকঠাক মত ইসলামের বিজয় ঘনিয়ে আসছে। আমেরিকা এখন অকপটে স্বীকার করছে।
ভিয়েতনাম ও কোরিয়ান যুদ্ধের তুলনায় আফগানিস্তান ও ইরাক যুদ্ধে ওদের কত বেশি অর্থের যোগান দিতে হয়েছে। কোরিয়ান যুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধে ওদের যথাক্রমে ২০০ ও ৪০০ বিলিয়ন ডলার ব্যয় নির্বাহ করতে হয়। ইরাক যুদ্ধে ব্যয়িত অর্থের পরিমান ইতিমধ্যে ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে; এখনও যুদ্ধ অব্যাহত আছে। মার্কিন অর্থনীতি ক্রমশ মুখ খুবড়ে পড়ছে। এভাবেই সম্পন্ন হবে উক্ত আয়াতের অর্থের বাস্তবায়ন অর্থাৎ ওরা অগনিত অর্থ সম্পদ ব্যয় করে পরিশেষে অনুশোচিত হবে।
নিচে আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আত-তিবয়ান পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.81 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম আনওয়ার আল-আওলাকি |
অনুবাদঃ |