আল গিরাস pdf বই ডাউনলোড। বাংলাদেশে মুসলিম সমাজের ইতিহাস যতটা পুরোনো, ঠিক ততটাই নতুন তার ইসলামী সামাজিক ইতিহাস, ইসলামিক পরিগঠন। ইসলাম এ দেশে ছিল, জাতিগত উন্মোষের সেই আদিকাল থেকে, কিন্তু সেই অর্থে প্রকৃত ইসলামের অনুশীলন ও চর্চা ছিল না, ছিল না তার প্রতি নিষ্ঠা, অন্য সব কিছু থেকে তাকে আলাদা করে বুঝবার প্রেরণা।
হিন্দু কালচারের উলটো পিঠ হয়ে তার পথ চলার কী ভয়াবহ পরিণতি ইতিহাস আজো বয়ে চলেছে, তা বলাই বাহুল্য। সে কারণেই ইসলামকে সামাজিক ধর্মের পোশাক পড়িয়ে সামাজের কাছে হাজির করার ফলে, তার আকীদা, বিশ্বাসের ভিত্তি, স্বাতন্ত্র্য, আচার পদ্ধতি ইত্যাদি সঠিক অর্থে ব্যাপকতা পায়নি। আমরা এ দেশে কাজের সুচনা করার পর সামাজের এ দিকটির প্রতি আমাদের সজাগ দৃষ্টি ছিল। আমরা এর বিপদ ও ভয়াবহতার কথা ভাল করেই উপলব্ধি করছিলাম।
আরও দেখুনঃ কিয়ামত pdf বই ডাউনলোড
তবে হুম আল-গিরাস অসাধারণ একটি বই, এক ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে সমাজ ও সমাজের মনোভাব ও মানসিকতা কীভাবে আমূল পালটে দেয়া যেতে পারে, তার অকৃত্রিম ও সফল প্রতিচিত্র। লেখক তাওফীক বিন খলফ বিন আব্দুল্লাহ আল-রেফারী, বিখ্যাত এক ব্যক্তিত্ব, দাওয়াতের ইতিমধ্যে স্মরণীয় বরণীয় এক অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছেন।
জগৎ ও পার্থিবের সঙ্কট তোমাদের উপর যতই চেপে বসুক, অক্টপাস হয়ে ঘিরে ধরুক নিকোষ অন্ধকার, এবং সৌভাগ্য ও সফলতার সকল দরজা বন্ধ হয়ে যাক তোমাদের জন্য -বইটি তারপরও কি তোমাদের জন্য একটি কল্যাণকর বিবর্তন সৃষ্টির মন্ত্রে উজ্জীবিত করবে?।
আরও দেখুনঃ জুমআর খুৎবার সময় নফল পড়ার বিধান pdf বই
কালের এমন ক্রান্তিকালে বইটি কি তোমার মাঝে এই অদ্ভূত পূর্ব বিশ্বাস সঞ্চার করবে যে, দীনের নতৃন উপস্থাপনে কপর্দক ও ন্যূনতম অবস্থান শূন্য হয়েও তুমি সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে? আমার প্রিয় ভাই! আমার এ যাত্রার সঙ্গী হওয়ার জন্য শেষ পর্যন্ত কি তোমার ধৈর্য অব্যাহত থাকবে?
সূচনা বক্তব্যের এই অভাবিত রীতি ও কিছুটা প্রথাবিরোধিতায় তুমি হয়ত অবাক হচ্ছো। সন্দেহ নেই, অন্যান্য গ্রন্থের শুরুতে যে রীতিতে ভূমিকা লিখা হয়, এ তার চেয়ে ব্যতিক্রম।
আরও দেখুনঃ খেলাফত বনাম জাহালত pdf বই ডাউনলোড
নিচে আল গিরাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.15 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ তাওফীক বিন খলফ বিন আব্দুল্লাহ বিন আল-রেফারী অনুবাদঃ কাউসার বিন খালিদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ