আল হিসনুল ওয়াকি pdf বই ডাউনলোড। একবার, তিনবার, সাতবার অথবা তার চেয়ে বেশি, সর্ব রোগের নিরাময়ের জন্য। ফযীলত (১) বিষাক্ত প্রাণীর দংশনের চিকিৎসা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহ আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের সকদল সফরে বের হলেন।
সফরকালে তারা আরবের কোনো এক এলাকায় যাত্রা বিরতি দিলেন। সে এলাকার লোকদের কাছে তারা মেহমানদারীর আবেদন করলেন, কিন্তু তার মেহমানদারী করতে অস্বীকার করলো। ঘটনাক্রমে সাহাবীগণের কাফেলা সেখানে অবস্থানকালেই তাদের গোত্রপতিকে বিচ্ছু দংশন করে।
আরও দেখুনঃ জীবন দর্পণ pdf বই ডাউনলোড
তার চিকিৎসার জন্য তারা অনেক চেষ্টা তদবীর করে বিফল হয়। তখন তাদের একজন বললো, তোমরা যদি এ নবাগত পথিকদের কাছে যেতে, হতে পারে তাদের কেউ কিছু জানে। লোকটির কথা অনুযায়ী এলাকার লোকজন সাহাবীগণের কাছে এসে বললো, হে কাফেলার যাত্রীদল! আমাদের সরদারকে বিচ্ছু দংশন করেছে।
আমরা তার চিকিৎসার জন্য বহু চেষ্টা করে বিফল হয়েছি। তোমাদের মধ্যকার কেউ কি এ বিষয়ে কিছু জানো? সাহাবীগণের একজন তকণ বললেন, হ্যাঁ আমি জানি। আল্লাহর কসম! আমি ঝাড়ফুঁক জানি। কিন্তু আগে চুক্তি কর, আমাদেরকে কী দেবে? কারণ আমরা তোমাদের নিকট মেহমানদারী চেয়েছিলাম, তার কর নি। তখন তাদের সঙ্গে একপাল বকরির চুক্তি হলো।
আরও দেখুনঃ দাজ্জাল মাসীহ দাজ্জালে কিস্সা pdf বই ডাউনলোড
অতঃপর সে সাহাবী তাদের সঙ্গে গিয়ে সূরা আল-ফাতিয়া পড়তে থাকলেন এবং রোগীর গায়ে ফুকঁ দিতে লাগলেন। এভাবে কিছুক্ষণ পড়ার পর সরদার সুস্থ হয়ে উঠলো। কেমন যেনো এখন-ই তাকে শৃঙ্খল মুক্ত করা হলো। (২) পাগলামির সফল চিকিৎসা। খারেজা স্বীয় চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে আসার পথে।
আরবের এক গ্রামে পৌছলে তারা আমাদের বললো, আমরা জানতে পেরেছি আপনারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমের কাছ থেকে কল্যাণ নিয়ে এসেছেন অতঃএব আপনাদের নিকট কী কোনো রোগ নিরাময়কারী কিছু আছে? কারণ আমাদের এখানে শৃংখলাবদ্ধ এক পাগল আছে। আমরা উত্তর দিলাম হ্যাঁ আছে।
আরও দেখুনঃ আল্লাহর পথে দাওয়াত pdf বই ডাউনলোড
নিচে আল হিসনুল ওয়াকি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.38 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ আল-সাদহান অনুবাদঃ জাকেরুল্লাহ আবুল খায়েরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ