আসকালানী রহ জীবন ও কর্ম pdf বই ডাউনলোড। আলিমগণ হলেন জ্ঞান-বিজ্ঞান ও আলোর পথ প্রদর্শক। তারাঁ জাতির চিন্তাশীল বিবেক। জাতির মশাল। এ আলোর মাধ্যমে মানুষ অন্ধকারে পথ খুজেঁ নেয়। তাদেঁর দিব্য জ্ঞান দ্বারা মানুষ ভাল মন্দের পার্থক্য নির্ণয় করে। তাদেঁর হাত ধরেই মানুষ সরল সঠিক পথে চলার সুযোগ পায়। এ বিবেচনায় মুসলিম জাতির নেতৃবৃন্দ ইসলামের ইতিহাসের উষালগ্ন থেকেই আলিমদের গুরুত্ব।
মর্যাদা এবং তাদেরঁ মাধ্যমে মুসলিম জাতির জীবন ও কার্যক্রম গতিশীল রাখার প্রয়োজনকে তীব্রভাবে অনুভব করেছেন। ফলে উম্মতের শ্রেষ্ঠ জ্ঞানী গুনীদের বর্ণাঢ্য জীবনী ও কর্ম তুলে ধরে ইতিহাস ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। রচিত হয়েছে নবী ও রাসূলদের আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জীবনী, সাহাবীদের জীবনী, খালাীফাদের জিবনী ও আলিমদের জিবনী।
আরও দেখুনঃ প্রিয়তমা pdf বই ডাউনলোড
লিখিত হয়েছে মুহাদ্দিস, মুফাসসির, ফিকহবিদ, কবি-সাহিত্যিক ও ব্যাকরণশাস্ত্রবিদগণের জীবনলেখ্য। আলোচিত হয়েছে তাদেঁর জ্ঞান, প্রজ্ঞা, গুণাগুন, কর্ম, আচার-আচরণ রচিত্রে, লেন-দেন, উপদেশ ইত্যাদি বিষয়। এ সব মহৎ ব্যক্তির জিবনী পাঠ করার মাধ্যমে অধ্যয়নকারীগণ অনাসায়েই তাদেরঁ জীবনের সাথে নিজেদের জীবনকে মিলিয়ে নেয়ার প্রয়াস পায়। তাদেঁর জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ পায়।
হাফিজ ইবনু হাজার।
বস্তুতঃ ইমাম হাফিয ইবন হাজার জ্ঞানী গুণী ও মহৎ ব্যক্তিদের অন্যতম যাদেঁর জীবন ও কর্মে মানুষের জন্যে অনেক শিক্ষানীয় বিষয় আছে। তিনি নিজের মধ্যে ব্যাপক জ্ঞঅন ও পর্যাপ্ত ইলম সঞ্চয় করেছিলেন। অপরদিকে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে- কাজ-কর্ম ইবাদত-বন্দেগী, আল্লাহ ভীতি, সুন্দর আচরণ ও উন্নত মুআমালাতের মাধ্যমে তা ফুটিয়ে তুলেছিলেন।
আরও দেখুনঃ বুখারী শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
তারঁ অর্জিত বিশাল জ্ঞানকে নিয়ে তিনি কবরে চলে যাননি, বরং বিশাল রচনার মাধ্যমে তিনি তা মানুষের জন্যে রেখে গেছেন। ইসলামের ইতিহাসের জঘন্যতম অধ্যায় তাতারদের হাতে ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানভান্ডার ধ্বংসস্তুপে পরিণত হওয়ার পর তিনি ইসলামী জ্ঞান ও ঐতিহ্যের দিগন্তকে নতুন করে উন্মোচন ও প্রশস্ত করেছেন।
ইলমের সকল উল্লেখযোগ্য বিভাগে তারঁ জ্ঞানের স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে হাদীছে নববীর বিস্ময়কর খেদমত তারঁ যুগ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত সর্বজন স্বীকৃত ও প্রশংসিত। তাই তারঁ বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে ধরে অনেকেই গ্রন্থ রচনা করেছেন । তাদের অন্যতম হলেন ইবনু হাজারের বিশিষ্ট ছাত্র হাফিয শামস উদ্দীন আসাখাভী (মৃ৯০২ হি.) ।
আরও দেখুনঃ থানভী রহঃ জীবন কর্ম pdf বই ডাউনলোড
নিচে আসকালানী রহ জীবন ও কর্ম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | বাংলাদেশ ইসলামিক সেন্টার |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.47 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ |
বইয়ের লেখকঃ | ড. মুহাম্মাদ আবদুস সামাদ |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।