আসুন দ্বীনকে মানি pdf বই ডাউনলোড। আউযু বিল্লাহি মিনাশ শাইতনির রজিম আমি আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান হতে আত্মরক্ষার জন্য আশ্রয় চাই । তা-আউয আমরা যেভাবে পড়ি , পবিত্র কুরআনে তা এক জায়গায় লেখা নাই ।
ত্রিশ পারার শেষে ১১৩ নম্বর সূরা ফালঅক ১১৪ নম্বর সূরা নাসের প্রথমে আউযু এবং ১৪ পারা ১৬ নম্বর সূরা নাহল ৯৮ আয়াতে রয়েছে , বিল্লাহি মিনাশ শাইতনির রাজিম । আউযুর সঙ্গে বিল্লাহি মিনাশ শাইতনির রাজিম যোগ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতনির রাজিম হয়েছে । যে কোন পাপ কাজ হতে আত্মরক্ষা ও মুক্তির জন্য আল্লাহর কাছে এ আশ্রয় বাক্য আমরা পড়ে থাকি ।
আরও দেখুনঃ আল মুকাদ্দিমা দ্বিতীয় খন্ড pdf বই ডাউনলোড
সুরা নাহলের আয়াতটির অর্থ — ‘তারপর যখন তুমি কুরআন পড় তখন বিতারিত শয়তান হতে আত্মরক্ষার জন্য আশ্রয় চাও । শয়তান প্রধাণত দু’প্রকার ঃদৃশ্য ও অদৃশ্য । মাটির মানুষরূপি দৃশ্য শয়তান মানুষের সমাজে বাস করে । এরাই মানুষের সমূহ পাপ কাজের পৃষ্ঠপোষক । এরা আগুনের সৃষ্ট অদৃশ্য জিন জাতিয় শয়তান অপেক্ষা শত সহস্রগুন বেশী ক্ষতিকর ।
সকলকে দ্বীনের দাওয়াত দিতে হবে যে ভাবে রাসূল সাঃ দিয়েছেন।
এরা শয়তানি শুরু করে , শয়তানের অনুসারী হয়ে , তারা তাদের সহচরদের মধ্যে শয়তানির শক্তি , প্রভাব , প্রবঞ্চনা ও প্রতারণা দ্বারা মানুষের দেহ মন মানসিকতা প্রভৃতি শোণিত ও আত্মার উপর আশ্রয় করে অধর্ম, অনাচার ,অশ্লীলতা , বেহায়াপনা , নির্লজ্জতা ও অন্যান্য ছোট ছোট পাপ কাজ করায় :অতৎপর মিথ্যা ধোকা , নেশা ।
আরও দেখুনঃ আল্লাহর রাসূল কিভাবে নামায পড়তেন pdf বই ডাউনলোড
আমানতে খেয়ানত প্রভৃতি বড় বড় পাপ কাজে প্ররোচনা দিয়ে , তার সহচরদের ইহকাল ও পরকালের সর্বনাশ ডেকে আনে । আজাজিল এবং তার সহচরদেরকে শয়তান বলে । কিন্তু মানুষ ও জিনকুলের মধ্যে শয়তানের বহু অনুচর ও অনুগামি রয়েছে । হাদিসে শয়তানের সংখ্যা ও বংশ বিস্তারের প্রমাণ আছে । যারা সত্য দ্বিন -ইসলাম অস্বীকার ও ত্যাগ করে ।
মিথ্যা ধর্ম ও বাঁকা পথের অনুসরণ – অনুকরণ করে এবং তাদের অনুগামি সহচর সহ যারা বেহায়াপনা ,লিভটুগেদার , নির্লজ্জতা ,লাপ্টপনা ও সমূহ অনাচার অশ্লীল – অসামাজিক পাপ কাজ করে এবং পাপাচার প্রচার করে , তারা সবাই হয় শয়তান , না হয় মোনাফেক শয়তানের দলভুক্ত ।
আরও দেখুনঃ আরব জাতি ইসলামের পূর্বে পরে pdf বই ডাউনলোড
নিচে আসুন দ্বীনকে মানি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 6.36 MB প্রকাশ সালঃ ২০০১ ইং বইয়ের লেখকঃ ছাইদুর হক মজুমদার অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ