ইন দ্যা হান্ড অব তালেবান
ইন দ্যা হান্ড অব তালেবান pdf বই ডাউনলোড। ইন দ্য হ্যান্ড অব তালেবান এক অর্থে লেখিকা ইভন রিলির আত্বজীবনেী নয় । আবার অন্য অর্থে এটি তার আত্বজৈবনীক এক অসামান্য দলিল । স্বাভাবতই এ কথার মধ্যে একটা মতদ্বৈততার তৈরি হয়েছে।
মূলত তালেবানের হাতে বন্দিবস্থায় তার স্থিতি এবং মুক্ত হয়ে ইসলামের গ্রহনের পটভূমির কারনে । ২০০১ সালে সাংবাদিক ইভন রিডলি যতোটা না আলোচিত হয়েছিলেন আলেবানের হাতে বন্দি হয়ে , তার চেয়ে বেশি আলোচিত হয়েছিলেন মুক্তির কিছুদিন পর অকস্মাৎ ঘোষনা দিয়ে ইসলাম গ্রহন করে ।
আরও দেখুনঃ তুমি সেই রাণী ও রাজা pdf বই ডাউনলোড
এটা পশ্চিম তো বটেই , অবাক করছিলো আমার মতো প্রাচ্যের অনেক তরূণকে ও । তখন থেকেই মুসলিম বিশ্বে ইভন রিডলি খুব পনিচিত একটি নাম । সত্যি বলতে , বর্তমানে মুসলিমদের কাছে পশ্চিমে তিনি অনেকটা অচেনা অভিবাকের মতোই একজন । ইসলামের গ্রহনের পর নানা কারনেই সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছেন তিনি ।
কখনো ফিলিস্তিনের প্রতি নিজের অকুন্ঠ সমর্থন জানিয়ে কখনো ইসলামের নারীর অধিকারে সম্পর্কে স্পষ্ট ভাষন দিয়ে , কখনো বা জঙ্গিবাদ নিয়ে খোলামেলা আলোচনা করে । তিনি সবসময় ই আপন ছিলেন স্বয়ম্ভর । ইন দ্য হ্যন্ড অব তালেবান – এর নাম যখন থেকে শুনেছি তখন থেকেই ইচ্ছা ছিলো বইটি পড়ার ।
আরও দেখুনঃ একাধিক বিবাহ pdf বই ডাউনলোড
যখন পড়তে পারলাম তখন মনে হলো , এ বইটি বাংলাভাষী পাঠকের পাঠসম্ভরে যুক্ত করতে পারে না পারলে একজন মুসলিম হিসাবে নিজের কাছেই অপারাধী হয়ে থাকবো । সেই প্রেরনা থেকেই বইটির অনুবাদ এবং সবিনয়ে জানিয়ে রাখছি , এটিই আমার অনূদিত প্রথম বই ।
ধন্যবাদ নবপ্রকাশ বইটি অনুদানের ভার আমার মতো নাবালকের হাতে অর্পণ করায় এবং নড়বড়ে কলমের প্রতি আস্থা রাখায় । তাদের এ আস্থার পওতিদানরূপ আল্লাহ এ কলমকে আরও শাণেত করূন । সব শেষে কামনা করবো , বইটি সর্বমহলে সমাদৃত হোক । এ গ্রন্থের সাফ্যলের বারতার ভাবভ্যতে আরও নতুন নতুন বই পাঠকদের উপহার দেয়ার আল্লাহ আমাদের সহায় হোক ।
আরও দেখুনঃ আল্লাহ রাসুল সম্পর্কে আকিদা pdf বই ডাউনলোড
নিচে ইন দ্যা হান্ড অব তালেবান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ নবপ্রকাশ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 8.71 MB প্রকাশ সালঃ ২০১৭ ইং বইয়ের লেখকঃ ইভন রিডলি অনুবাদঃ আবরার হামীমডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ