ইবনে তাইমিয়া
ইবনে তাইমিয়া pdf বই ডাউনলোড।মুসলিম বিশ্বের যে কয়জন মহান ব্যক্তিত্ব ইসলামের সঠিক রূপ সংরক্ষনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং শিরক বিদআদ কুফর ও অনাচার থেকে ইসলামকে মুক্তও নির্ভেজাল করার সংগ্রাম আত্মনিয়োগ করেছেন তাদের মধ্যে আল্লামা ইবনু তাইমিয়া রহ বিশেষ ঈর্ষনীয় স্থান দখল করে আছেন।
তিনি ছিলেন একাধারে অপ্রতিদ্বন্দ্বি মুফাসসির, মাহাদ্দিস, ফকীহ, বাগ্মি, আকায়েদ শাস্ত্রের সুপন্তিত শিরক বিদআত ও অনাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী এবং আল্লাহ নির্ভীক সৈনিক। তার জ্ঞান গরিমার ব্যপকতার ব্যাপারে পক্ষ ও বিপক্ষ সবাই একমত ছিল।
ইসলামের নিখাদ জ্ঞানের বিস্তার ঘটিয়ে চিন্তার বিশুদ্ধি সাধন, উন্নত নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ন এবং পরিশীলিত সমাজ বিনির্মাণে যারা বড়ো রকমের অবদান রেখে গেছেন ইমম ইবনু তাইমিয়া রহ ও শায়খ মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব রহ তাদের কাতারে শামিল ।
আরও দেখুনঃ আশারা-মুবাশ্শারা pdf বই ডাউনলোড
সমাজ থেকে জাহিলিয়াতে র বিতাড়ন প্রয়াসে তাদের ভুমিকা ছিলো যেমনি সত্য্যশ্রশী তেমনি আপোসহীন।আল কুরআন ও আস সুন্নাহর উজ্জীবনে তারা অসাধারণ ভুমিকা পালন করে গেছেন। তাদেরকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে । কিন্তু কোন বাধাই তাদেরকে কক্ষচ্যুত করতে পারেনি। আমাদের দেশে এই দুই ব্যুক্তির জীবন ও কর্ম সম্পর্কে অবগতি খুবই সীমিত।
অধ্যক্ষ এ কিউ.এম আবদুল হাকীম আলমাদানী রচিত ইমাম ইবনু তাইমিয়া রহঃ জীবন ও কর্ম এবং ড. মুহাম্মাদ আবদুস সামাদ রচিত শায়খ মুহাম্মাদ ইবনে আবদিল ওয়াহহাব রহঃ জীবন ও কর্ম শীর্ষক গবেষনা পত্র দুইটিতে তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্যের সমাহার ঘটেছে ।
গবেষণা পত্র দুইটি বাংলাদেশ ইসলামিক সেন্টারের গবেষনা বিভগ থেকে গবেষনাপত্র সংকলন-৫ নামে প্রকাশিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ কাজটি আঞ্জাম দিতে পেরে আমরা আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করছি।
আরও দেখুনঃ জান্নাতী ২০ সাহাবী pdf বই ডাউনলোড
নিচে ইবনে তাইমিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বইয়ের ধরণঃ ইসলামিক বিষয় বইয়ের সাইজঃ 11.8 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ এ.কিউ.এম আব্দুল হাকিম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ