ইমাম তিরমিযী রহঃ জীবনী pdf বই ডাউনলোড। তিনি আমুদরিয়ার বেলাভূমিতে অবস্থিত ট্রান্স অক্সিয়ানার তিরমিয নামক স্থানে ২০৯ হিজরীতে জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেন, তিনি বুগ নামক গ্রামে জন্মগ্রহণ করে। এটি তিরমিযের একটি গ্রাম। তিরমিয হতে এর দুরত্ব ৬ ফারসাখ। তারঁ পূর্বপুরুষ শারভ হতে তিরমিযে এসে বসতি স্থাপন করেন। তিনি নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা সমাপন করেন।
অতঃপর হেজায, মিছর, সিরিয়া, কূফা, বছরা, খোরাসান ও বাগদাদের শিক্ষাকেন্দ্র সমূহে সমকালীন খ্যাতনামা বিদ্বানগণের নিকট উচ্চশিক্ষা লাভ করেন। বিশেষ করে ইলমে হাদীছে তিনি ব্যাপক জ্ঞানার্জন করেন।
আরও দেখুনঃ যঈফও জাল হাদিস ২য় খন্ড pdf বই ডাউনলোড
ইসলামী শরীআতের অন্যতম মূল ভিত্তি হাদীছ সংকলনে যে সমস্ত মনীষীবৃন্দ তাদেঁর সময়, শ্রম ব্যয় করেছেন ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন এবং হাদীছ সংকলনের মাধ্যমে মিল্লাতে মুসলিমার ধর্মীয় কার্যাবলী সম্পাদন ও বিধি-বিধান পালন সহজতর করে দিয়েছেন ইমাম তিরমিযী ছিলেন তাদেঁর অন্যতম। হাদীছ সংকলন করে তিনি ইসলামী বিশ্বে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। এ নিবন্ধে এই মহামনীষীর জীবনী ও তারঁ ভূবন বিখ্যাত গ্রন্থের বৈশিষ্ট্য সহ হাদীছ শাস্ত্রে তারঁ অবদান সংক্ষিপ্তাকারে আলোচিত হল।
সংক্ষিপ্ত জীবনী।
নাম মুহাম্মাদ, আবূ ঈসা উপনাম, পিতার নাম ঈসা। পূর্ণ বংশক্রম এরূপ আবু ঈসা মুহাম্মাদ ইবনু ঈসা ইবনে সাওরা বিন মূসা বিন যাহহাক আস-সুলামী আয-যারীর আল-বুগী আত-তিরমিযী। বনী সালিমের প্রতি নেসবত করে সুলামী, বুগ গ্রামের প্রতি সম্বন্ধিত করে বুগী এবং তিরমিয শহরের প্রতি নেসবাত করে তাকেঁ তিরমিযী বলা হয়। সাওয়াহ তারঁ দাদার নাম।
আরও দেখুনঃ দরসে তিরমিযী ১ম খন্ড pdf বই ডাউনলোড
কোন কোন বর্ণনায় সাওরাহ-এর পিতার নাম শাদ্দাদ এবং কোন কোন রিওয়ায়াতে আসফান উল্লেখিত হয়েছে। কতই না ভাল হবে! তিনি বা কর্তা ও কর্মের অনুচ্ছেদ রচনা করেন। ওমর ফারূক রাঃ-এর শাসনামলে এক বুদ্দু লোকদেরকে বলল, এমন কেউ আছে যে আমাকে মুহাম্মাদ ছাঃ-এর উপর অবতীর্ণ বাণী তথা কুরআন মাজীদের কিছু অংশ পড়ে শুনাবে? এ আবেদনের প্রেক্ষিতে এক ব্যক্তি তাকে সূরা তওবার কিছু আয়াত পড়ে শুনায় এবং এ আয়াতে এর লাম অক্ষরকে যের দিয়ে পড়ে। ফলে বুদ্দু বলল।
আল্লাহ তারঁ রাসূল ছাঃ-থেকে বিমুখ? যদি তাই হয় তাহলে তো আমি তার থেকে বিমুখ। এ ঘটনা ওমর ফারূক রাঃ-কে জানালে তিনি বুদ্দুকে ডেকে বললেন, আয়াতটি ওভাবে নয় বরং এভাবে পড়তে হবে…!! এর পর তিনি আবুল আসওয়াদ আদ-দুওয়ালকে নাহু প্রণয়নের জন্য আদেশ দেন। ফলে আবুল আসওয়াদ নাহুর নিয়ম-নীতি প্রণয়ন করেন। উপরিউক্ত ঘটনাবলী প্রমাণ করে যে, আবুল আসওয়াদ আদ-দুওয়ালী-িই ইলমে নাহুর গোড়াপত্তন করেন।
আরও দেখুনঃ দরসে তিরমিযী ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে ইমাম তিরমিযী রহঃ জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.27 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now