ইরাদা ও মহব্বত pdf বই ডাউনলোড। আল্লাহ যাকে ভালবাসেন- তাকে ঈমান নেক আমল ও সৎ স্বভাব দান করেন। হযরত ইবনে মাসউদ রাঃ-বলেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালবাসেন তখন তাকে ইমান দান করেন। (2) হযরত আমর ইবনুল হুমায়ক রাঃ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন- যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালবাসেন তখন তাকে মিষ্ট করেন অর্থাৎ নেক স্বভাব সম্পন্ন করেন।
জিজ্ঞাসা করা হলো কিভাবে মিষ্ট করেন? তিনি বললেন- মৃত্যুর পূর্ব পর্যন্ত তাকে নেক আমলের তাওফীক প্রদান করা হয় এমনকি তার প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যাকে ভালবাসেন-তার জন্য আখিরাতের কাজ সহজ করে দেন।
আরও দেখুনঃ ইসলামে মসজিদের ভূমিকা pdf বই ডাউনলোড
(3) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত- আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে মহব্বত করেন তখন তার জন্য দুনিয়ার কাজ-কর্ম বন্ধ করে দেন এবং আখিরাতের কাজ-কর্ম উন্মুক্ত করে দেন।(4) হযরত ইবনে মাসউদ রাঃ থেকে বর্ণিত- যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে মহব্বত করেন, তখন তাকে নিজের ইবাদতের দিকে মনোযোগী করে দেন।
আল্লাহ যাকে ভালোবাসে সে দুনিয়াতে ও আখিরাতে কামিয়াব।
তাকে স্ত্রী-সন্তানের দিকে বেশী মনোযোগী করেন না। আল্লাহ যাকে ভালবাসেন- তার জন্য কল্যাণকর কাজের দরজাসমূহ খুলে দেন (5) হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন- আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে মহব্বত করেন, তখন তার জন্য সপ্ত ধরণের এমন কল্যাণকর কাজের তাওফীক তাকে দান করেন, যা সে পূর্বে করে নি।
আরও দেখুনঃ ইসলাম ও ব্যক্তি জীবন pdf বই ডাউনলোড
আর যখন আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি নারায হন, তখন তার জন্য সপ্ত ধরণের এমন অকল্যাণের পথ খুলে দেন, যা সে পূর্বে করে নি। আল্লাহ যাকে ভালবাসেন- তাকে দুনিয়ার কাজে ব্যস্ত করেন না (6) হযরত কাতদা ইবনে নুমান রাঃ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন- আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালবাসেন, তখন তাকে দুনিয়া থেকে বাচিঁয়ে রাখেন যেমন তোমরা তোমাদের রোগীকে পানি থেকে বাচিঁয়ে রাখ।
(7) হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন- আল্লাহ তাআলা যখন তার মুমিন বান্দাকে ভালবাসেন, তখন তাকে দুনিয়া দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে এভাবে দূরে সরিয়ে রাখেন যেমন তোমরা তোমাদের রোগীকে পানাহার থেকে দূরে সরিয়ে রাখ।
আরও দেখুনঃ কোরআন হাদিসের আলোকে এতিম প্রতিপালন pdf বই
নিচে ইরাদা ও মহব্বত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুস সাআদাত বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.38 MB প্রকাশ সালঃ ২০১৭ ইং বইয়ের লেখকঃ এ এন এম সিরাজুল ইসলাম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ