ইলেকট্রনিক গেমস এবং কমার্শিয়াল সেন্টারের মহামারী pdf। আধুনিকতার ছোয়াঁয় আমরা যেমন জীবন উপভোগের নানান উপকরণ সহজেই পাচ্ছি, তেমনি তার জন্য আমাদের খেসারতও কম দিতে হচ্ছে না। মহামারি আকারে আমাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়া ভিডিও গেমসের নেশা আর অটোপাশের মতো ঘিরেধারা।
চারপাশের কমার্শিয়াল সেন্টার, শপিং মল, কমপ্লেক্সের ফিতনা- সমস্যাও আমাদের কম পোহাতে হচ্ছে না। কিন্তু আমরা কি অনুধাবনর করতে পেরেছি সেই সমস্যা কতটা ভয়াবহ? সত্যি বলতে কি, এই বইয়ের কাজ হাতে না নিলে আমি নিজেও সেটা বুঝতে পারতাম না ।
আরও দেখুনঃ যা একজন মুসলিমের জানা প্রয়োজন pdf বই ডাউনলোড
বিশেষ করে ভিডিও গেমসের সমস্যা তো ভয়াবহ আকার ধারণ করেছে ভিডিও গেমসকে উপজীব্য করে যেভাবে আমাদের সন্তানদের মধ্যে ইসলামবিদ্বেষ, ভ্রান্ত আকীদা-বিশ্বাস আর দ্বীন বিনষ্টকারী নানান চিন্তা-চেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার সত্যিকারের চিত্র বইতে ফুটে উঠেছে; যা সত্যিই ভয়াবহ।
দ্বীনের যে বিষয়গুলোতে খুব বেশি জোর দেওয়া হয়েছে তাদের মধ্যে একটি হলো- মহান আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করা। এবং সরব কন্ঠে জানিয়ে দেওয়া যে, তিনি মুর্খদের আরোপিত সীমাবদ্ধতার অনেক ঊর্ধ্বে। এ ছাড়াও তাওহীদের সাথে সাংঘর্ষিক অথবা তাওহীদের জন্য অপমানজনক যেকোনো বিষয় থেকে তাওহীদের সম্মান রক্ষা কারাও দ্বীনের এক মহান দায়িত্ব।
আরও দেখুনঃ ধর্ম নিরপেক্ষতাবাদ pdf বই ডাউনলোড
একই সাথে ইসলামের প্রতিটি বিধিবিধান এবং দ্বীনের সুমুন্নত রাখার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের পিতা, চিন্তাশীল ব্যক্তি, দ্বীনের দাঈ-সমাজের এই দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপর অর্পিত একটি মহান দায়িত্ব হলো নতুন প্রজন্মকে বিশুদ্ধ তাওহীদের শিক্ষায় শিক্ষিত করে তোলা। সেই সাথে তাদের কুফর ও শিরকি বিশ্বাস থেকে দূরে রাখা, যাদে মাঝে এ সকল বিশ্বাসের চর্চা হয় তাদের সাথে মেলামেশা বন্ধ করা।
অন্যদিকে শপিংমল, মার্কেটের আধিপত্য এবং আমাদের প্রজন্ম শপিং ম্যানিয়াক হয়ে ওঠা কীভাবে আমাদের দাম্পত্য জীবন এবং সামাজিক পরিবেশকে দূষিত করছে তারও একটা ভয়াবহ চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সেই সাথে ইসলামের আলোকে দুটো বিষয়কে চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন শাইখ সালেহ আল- মুনাজ্জিদ।
আরও দেখুনঃ উন্নত জীবনের আদর্শ pdf বই ডাউনলোড
নিচে ইলেকট্রনিক গেমস এবং কমার্শিয়াল সেন্টারের মহামারী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সীরাত পাবলিকেশন বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.50 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শাইখ সালেহ আল মুনাজ্জিদ অনুবাদঃ শেইখ আসিফ-গংডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ