ইসলামবিরোধীদের জবাব ২য় খন্ড
ইসলামবিরোধীদের জবাব ২য় খন্ড pdf বই ডাউনলোড। বদরের যুদ্ধের সময়ে আল্লাহ তা আলার পক্ষে থেকে যে সমস্ত ফেরেশতা সাহায্যের জন্য পাঠানো হয়েছিল, সুরা আনফাল ৮:৯ নং আয়াতে তাদের সংখ্যা ১০০০জন ছিল বলে উল্লেখ করা হয়েছে। অথচ সুরা আল ইমরানে (আয়াত ৩:১২৪-১২৫) ৩০০০ এবং ৫০০০ ফেরেশতারও উল্লেখ রয়েছে।
এর কারণ ছিল-প্রকৃতপক্ষে ৩টি ওয়াদার ভিন্নতা যা বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে করা হয়েছে। (১) ওয়াদাটি ছিল ১০০০ ফেরেশতা প্রেরণের , যার কারণ ছিল মহানবী এর দুআ এবং সাধারণ মুসলিমদের ফরিয়াদ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শিশু বিশ্বকোষ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামবিরোধীদের জবাব ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামবিরোধীদের জবাব ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আপনার প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড
- আল কুরআন জিজ্ঞাসা ও জবাব pdf বই ডাউনলোড
- ইসলাম বিরোধীদের জবাব ১ম খন্ড pdf বই ডাউনলোড
(২) ওয়াদা, যা ৩০০০ ফেরেশতার ব্যাপারে করা হয় এবং যা সুরা আল ইমরানে {আয়াত ৩:১২৪} উল্লেখ করা হয়েছে। এটা সেই সময়ে করা হয়েছিল যখন মুসলিমদের কাছে এই সংবাদ এসে পৌঁছে যে, কুরাইশ বাহিনীর জন্য আরো বর্ধিত সাহায্য আসছে। তাফসির রুহুল মা আনী গ্রন্থে ইবন আবি শায়বা ও ইবন মুনজির কর্তৃক শা বীর উদ্ধৃতিক্রমে উল্লেখ রয়েছে যে,
এরই প্রেক্ষিতে সুরা আল ইমরানের ৩:১২৪ নং আয়াত নাজিল হয়।
ইবন জাবির মুহারিবী মুশরিকদের সহায়তার উদ্যেশ্য আরো সাহায্য নিয়ে এগিয়ে আসছে এ সংবাদে মুসলিমদের মাঝে এক ত্রাসের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সুরা আল ইমরানের ৩:১২৪ নং আয়াত নাজিল হয়। এতে ৩০০০ ফেরেশতাকে মুসলিমদের সাহায্যকল্পে আকাশ থেকে অবতীর্ণ করার ওয়াদা করা হয়।
(৩) ওয়াদা ছিল ৫০০০ এর। তা ছিল এই শর্তযুক্ত যে-বিপক্ষ দল যদি প্রচন্ড আক্রমন করে বসে, তবে ৫০০০ ফেরেশতার সাহায্য পাঠানো হবে। আর তা সুরা আল ইমরানের পরবর্তী আয়াতে (আয়াত ৩:১২৫) ব্যক্ত করা হয়েছে।..কোন কোন তাফসিরবিদ বলেন যে, এ ওয়াদার শর্ত ছিল ৩টি (১) দৃঢ়তা অবলম্বন (২) তাকওয়ার উপর স্থির থাকা থাকা এবং প্রতিপক্ষের ব্যাপক আক্রমণ।
১ম ২টি শর্ত সাহাবায়ে কিরামের রাঃ এমনিতে বিদ্যমান ছিল এবং তাদের এ আশায় প্রথম ব্যাপক আক্রমণ। কিন্তু ৩য় শর্তটি অর্থাৎ ব্যাপক আক্রমণের ব্যাপারটি প্রথমে সংঘটিত হয়নি কাজেই ৫০০০ ফেরেশতার আগমনের প্রয়োজন হয়নি। এখানে এ বিষয়টি ও লক্ষণীয় যে, ৩টি দল (১০০০,৩০০০,ও ৫০০০) দলের সাথে একটি বিশেষ বৈশিষ্টের উল্লেখ রয়েছে।
নিচে ইসলামবিরোধীদের জবাব ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বই বইয়ের সাইজঃ 47.8 MB প্রকাশ সালঃ ইং ২০১৮ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ