ইসলামবিরোধীদের জবাব ৪র্থ খন্ড
ইসলামবিরোধীদের জবাব ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড। দাসপ্রথা- এই শব্দটি শুনলেই মনের আয়নায় ভেসে উঠে একজন জাদঁরেল লোক অনেকগুলো দাসকে পেটাচ্ছে, কাজ করতে বাধ্য করছে, বৃদ্ধ বা নারী-শিশু কাউকে ছাড় দিচ্ছে না, আর কত সেই লোক পাশবিক আনন্দ নিয়ে হাসছে, ইত্যাদির ছবি। দাসপ্রথা নিয়ে প্রাচীন কাল থেকেই চলছে বিতর্ক।
এই সামাজিক ব্যাধি নিয়ে বিতর্কের কুল-কিনারা পাওয়া বেশ মুশকিল। তবে ইসলামকে আঘাত করার জন্য পূর্বের প্রাচ্যবিদ আর বর্তমানে খ্রিষ্ঠান মিশনারি, নাস্তিক-মুক্তমনা, আর এতে সেই লোক পাশবিক আনন্দ নিয়ে হাসছে, ইত্যাদি ছবি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলাম বিরোধীদের জবাব ১ম খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামবিরোধীদের জবাব ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামবিরোধীদের জবাব ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আপনার প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড
- ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা pdf বই ডাউনলোড
- কোরআনের আয়নায় বিম্বিত রাসূল সাঃ pdf বই ডাউনলোড
দাসপ্রথা নিয়ে প্রাচীনকাল থেকেই চলছে বিতর্ক। এই সামাজিক ব্যাধি নিয়ে বিতর্কের কুল-কিনারা পাওয়া বেশ মুশকিল । তবে ইসলামকে আঘাত করার জন্য পূর্বের প্রাচ্যবিদ নিয়ে বিতর্কের কুল-কিনারা পাওয়া বেশ মুশকিল। । তবে ইসলামকে আঘাত করার জন্য পূর্বের প্রাচ্যবিদ আর বর্তমানে খ্রিষ্ঠান মিশনারি, নাস্তিক-মুক্তমনা,
আর কম্যুনিষ্টদের অন্যতম এক হাতিয়অর হলো দাসপ্রথা ও ইসলামের সম্পর্ক । তারা তাদের কথার মাধ্যমে সন্দেহের বীজ বুনে দিতে চায়, যাতে মানুষকে ইসলাম সম্পর্কে সন্দিহান করা যায়। এর ধারাবাহিকতা শরু হয়েছে প্রাচ্যবিদেষের দ্বারা, যারা রাসুলুল্লাহ সাঃ-এর জীবনী লেখার নামে তার বিরুদ্ধে অতীব সুকৌশল বিষয়
ঢুকিয়ে দিয়েছে। J.J.Pool, William Muir এসব কুখ্যাতদের নাম এইক্ষেত্রে অগ্রগন্য । তাদের যোগ্য উত্তরসুরী খ্রিষ্টান মিশনারি আর নাস্তিক-মুক্তমনা এবং সামন্তবাদী। কুম্যনিষ্ট । ইসলামকে বুদ্ধিবৃত্তিকভাবে আঘাত করার জন্যে যাদের খুব বিখ্যাত চাল হলো, ইসলামের দাসপ্রথা। এদের জবাবের আগে অতি সংক্ষেপে দাসপ্রথার
ইতিহাস জেনে নেওয়া যাক। প্রাচীন রোম আর গ্রীসে দাসপ্রথার জঘন্যতম পাশবিকতার বর্ননা দেওয়া আসলেই কঠিন । তারা সারা বছরই ধন-সম্পদের লোভে যুদ্ধে লেগে থাকতো। যুদ্ধ জয়ী হলে তারা নারী-পুরুষ সবাইকে দাস বানিয়ে পশুর মতো খাটাতো আর নারীদেরকে ভোগ্যপণ্যের মতো ব্যবহার করতো।
নিচে ইসলামবিরোধীদের জবাব ৪র্থ খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বই বইয়ের সাইজঃ 61.9 MB প্রকাশ সালঃ ২০১৮ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ