ইসলামি ফিকাহ ২য় খন্ড
ইসলামি ফিকাহ ২য় খন্ড pdf বই ডাউনলোড। সাহু সেজদা: ফরজ বা নফল নামাজে বসে দুটি সেজদান পরে কোন বৈঠক ছাড়াই দুই দিতে সালাম ফিরানোকে বলে। সাহু সেজদা বিধান কারণেরর হেকমত: ভুলে লক্ষ্যবস্তু হিসাবেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন।
শয়তান কোন কিছু বাড়ানো বা কমানো বা সন্দেহের দ্বারা যে কোন ভাবেই হোক না কেন মানুষের নামাজ নষ্ট করার প্রচেষ্টায় সর্বদা প্রস্তুত। তাই আল্লাহ সাহু সেজদার এ বিধান দান করেছেন; যে শয়তানের এ প্রচেষ্টা ব্যর্থ হয়, অপূর্ণ নামায পূরণ হয় এবং পরম করুণাময় আল্লাহ রাজি হন।
আরও দেখুনঃ আসান ফেকাহ ২য় খন্ড pdf বই ডাউনলোড
নবী করীম সাঃ থেকে নামাজে ভূল হয়েছে: কারণ এটা মানুষের স্বভাবের চাহিদা। তাই যখন তিনি নামাজে ভূল করেছিলেন, তখন তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদের মতই এক জন মানুষ। তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই সুতরাং যদি আমি ভুলে যাই, তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও।
এই সমস্ত মাসআলা আমাদের সকল এর জন্য গুরুত্বপূর্ণ একটা দিক।
সাহু সেজদার কারণ ৩টি; বেশি, কম ও সন্দেহ হওয়া। সাহু সেজদার চার অবস্থা: ১। যদি মুসল্লি নামাজের কোন কাজ ভুলে বাড়িয়ে ফেলে, তাহলে তার উপর সাহু সেজদা ওয়াজিব। যেমন কিরাম (দাড়াঁনো) বা রুকু সেজদা যেমন: দুইবার রুকু করা অথবা বসার সময় না বসে উঠে যাওয়া অথবা চার রাকাত নামাজ পাচঁ রাকাত আদায় করা ইত্যাদি।
আরও দেখুনঃ কুসংস্কার ইমান pdf বই ডাউনলোড
এ সকল কাজ ভুলে বেশি হয়ে গেলে নামাজের সালামের পরে সাহু সেজদা করতে হবে। ভুলের স্মরণ সালাম ফিরানোর আগে হোক বা পরে হোক, সাহু সেজদা সালাম ফিরানোর পরেই করবে। ২. যদি মুসল্লি নামাজের কোন রোকন ভুলে যায় আর যদি পরের রাকাতে সেই রোকন আসার আগেই স্মরণ হয়, তাহলে পূর্বের রাকাতে ফিরে এসে উক্ত রোক পূরণ করবে।
আর যদি পরের রাকাতে সেই রোকন পর্যন্ত পৌঁছার পরে স্মরণ হয় তাহলে তার পূর্বের রাকাত বাতিল হয়ে যাবে। আর যদি সালাম ফিরানোর পরে স্মরণ হয়, তাহলে সেই রোকন ও তার পরের কাজ গুলো পূরণ করে সালামের পর সাহু সেজদা করবে। আর যদি নামাজের মধ্যে কোন কাজ ছুটে যায় এবং সালাম ফিরিয়ে ফেলে।
আরও দেখুনঃ আপনার প্রশ্নের জবাব ২য়-খন্ড pdf বই ডাউনলোড
নিচে ইসলামি ফিকাহ ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 11.0 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ বিন ইবরাহীম আত তুআইজিরী অনুবাদঃ আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল-গংডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ