দরূদ শরিফের মাসায়েল
দরূদ শরিফের মাসায়েল pdf বই ডাউনলোড। যখন ইসলামের দাওয়াত শুরু হয় , তখন এ দাওয়াতের প্রতি বিশ্বাসীদের সামনে শুধু একটি রাস্তাই খোলা ছিল যে , এ পথের আহবায়ক মোহাম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে যে দিক নির্দেশনা আসে , তা গ্রহণ করা ।
আর যা থেকে তিনি বাধা দেন , তা থেকে বিরত থাকা । এ দাওয়াত যখন সামনে অগ্রসর হতে থাকল , তখন এ মূল নীতিটি বারংবার বিভিন্ন ভাবে লোকদেরকে শিক্ষা দেয়া হয়েছে ।
আরও দেখুনঃ ইমানি মৃত্যু pdf বই ডাউনলোড
কুরআন মাজিদে এরশাদ হয়েছেঃ হে ঈমানদার গণ তোমরা আল্লাহর অনুসরণ কর এবং তার রাসূলের অনুসরণ কর । তোমরা তোমাদের আমল সমুহকে বিনষ্ট কর না । (সূরা মোহাম্মদ- আয়াত ৩৩)
যতক্ষণ পর্যন্ত উম্মত এ মূলনীতির উপর অটল ছিল , ততক্ষণ কল্যান ও মুক্তি তাদের পদ লেহান করেছে । কিন্তু যখন উম্মতের মধ্যে সচ্ছলতা বৃদ্ধি পেয়েছে ।
আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া আর কোন ও ইলাহ,উপাস্য নেই। তিনি এক অদ্বিতীয়।
তখন দার্শনিকদের বিভিন্ন দল তৈরী হয়েছে যারা আক্বীদা , বিধি -বিধান , মূল নীতি ও শাখা নীতিকে তাদের নিজস্ব দর্শনের আলোকে মেপে , উম্মতের মাঝে নিজেদের মর্যাদা প্রতিষ্টা করতে শুরু করেছে । ফলে এর রেজাল্ট এ দাড়াল যে উম্মত পশ্চাদ মুখী হতে লাগল । ইমাম মালেক (রাহিমাহুল্লাহ ) এর অত্যন্ত উপযুক্ত সমাধান পেশ করেছেন এ বলে যে।
আরও দেখুনঃ ঈসা নবির প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
পূর্ববর্তী উম্মতগন যে মতালম্ভনে বিশুদ্ধ হয়েছিল , তা ব্যতিরেকে পরবর্তীগণ কখনো বিশুদ্ধহতে পারে না । অর্থাৎ নিরংকুশ কিতাব ও সুন্নাতের অনুসরণ। দুঃখ্য জনক হল এই যে , উম্মতকে দর্শনের ঐ বিষ বাস্প অজ ও গ্রাস করে রেখেছে , আর তারা এর অনুসরণে পশ্চাদ মুখী হচ্ছে । এর ও সমাধান ঐ কথাই যা ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) বলে গেছেন ।
আল্লাহ তা আলা বলেছেন ঃ আলাহ্ তা আলা নবির উপর রহমত নাযিল করেন । আর তার মালাক তথা ফেরেশতাগণ নবির জন্য আল্লাহর কাছে রহমতের দু আ করেন । অতএব হে ঈমানদার লোকেরা ! তোমরাও নবির উপর দরুদ ও সালাম প্রেরণ কর । (সূরা আহযাব :আয়াত নং ৫৬ ) এই আয়াত দ্বারা বুঝা যায় যে , সকল মুসলমানের জন্য নবির উপর দরুদ পঢ়া আবশ্যক ।
আরও দেখুনঃ যাকাতের বিধান ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে দরূদ শরিফের মাসায়েল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবা বায়তুসসাল্লাম বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 3.35 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ ইকবাল কিলানী অনুবাদঃ মুহাম্মাদ হারুন আযিযী নদভীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ