ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ন
ইসলামী অর্থনীতি-র আধুনিক রূপায়ণ pdf বই ডাউনলোড। ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ন। ইসলাম সর্বকালের মানুষের জন্য পূর্ণাঙ্গ হিদায়াত ও সার্বজনীন এক দিক নির্দেশনা। পরিবর্তনশীল পৃথিবীর সর্বকালের মানুষই ইসরামের মাঝে খুঁজে পাবে তাদের জীবন সমস্যার সঠিক সমাধান। মহান আল্লাহ এভাবেই ঢেলে সাজিয়েছেন এর অবকাঠামোকে।
মানুষের চিন্তুা-বিশ্বাস, ধ্যান-ধারণা, আখলাক-চরিত্র, আচার-আচরণ, ইবাদত-অর্চনা, আত্মিক ও আধ্যাত্মিক বিষয়াবলী, স্রষ্ট্রার সাথে সৃষ্টির সম্পর্ক, প্রেম ও ভালোবাসার বন্ধন, মানুষের সাথে মানুষের সহানুভূতি, দায়া ও অনুগ্রহ সবকিছুই বিধৃত হয়েছে এত। জীবনের কোনদিক এ থেকে বাদ পড়েনি।
পৃথিবীর মানুষের রুচি, অভ্যাসে যেমন প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হয়, তেমনি জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও আহরণের ধারায়ও সূচিত হয় বিস্তর পরিবর্তন। আল কোরআন যেকালে অবতীর্ণ হয়েছে সেকালে জ্ঞান সাধনা ও জীবন সম্পর্কীয় উপলদ্ধিসমূহ সামগ্রিকতার পরিমন্ডলে বিস্তৃত ছিল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলাহী খুতুবাত ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- অর্থনীতি ও ইসলাম সংকলন pdf বই ডাউনলোড
- এহইয়াউ উলুমিদ্দীন ১ম খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামী অর্থনৈতিক চ্যালেঞ্জ pdf বই ডাউনলোড
- ইসলামী অর্থনৈতিক চ্যালেঞ্জ pdf বই ডাউনলোড
তখন জীবনের কোন একদিককে অন্যদিকগুলো থেকে পৃথক করে উপলদ্ধি করার বা আলোচনা করার চেতনা মানুষের মাঝে ছিল না। মানুষের তথন প্রয়োজন ছিল সামগ্রিকভাবে জীবনকে সুন্দর, পরিমার্জিত ও সুশীল করে গড়ে তোলার জন্য পরিমার্জিত একটি সামগ্রিক ও সার্বজনীন হিদায়াত ও জীবন বিধানের।
মহান আল্লাহ তায়ালা সেই আঙ্গিকেই আল-কুরআনকে মানুষের সামনে উপস্থাপন করেছেন। যে কারনে বিষয়ভিত্তিক আলোচনা আল কোরআনে নেই বটে, তবে জীবনের কোন দিকের আলোচনাই এ থেকে বাদ পড়েনি।
ইসলামী অর্থনীতি-র আধুনিক রূপায়ন
এমনকি শুধু ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ণ নিয়ে অর্থনৈতিক বিষয়গুলোকে কেন্দ্র করেই তৎেকালে বহু গ্রন্থাদিও প্রণীত হয়েছিল। মুসলিম জাহানের ফিকাহবিদগণ অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে যখন বিস্তর গবেষণা ও চুলচেরা বিশ্লেষণে নিরত এবং গ্রন্থের পর গ্রন্থ তৈরী করে গ্রন্থাগারগুলো সমৃদ্ধ করে তুলছেন এবং রাষ্ট্রীয়ভাবে তা প্রয়োগকরে মুসলিম সাম্রাজ্যগুলোতে উন্নয়নের জোয়ার সৃষ্টি করে দিয়েছেন।
ইউরোপ বলতে গেলে তখনও এ বিষয়ে ঘুমন্তই ছিল। তাদের অর্থব্যবস্থা তখনো কৃষি আর কৃষি পণ্যের ব্যবসা-বানিজ্যের মাঝেই সীমাবদ্ধতা ছিল। এ বিষয়ে পুঁথিগত জ্ঞান তাদের ছিল না বললেই চলে। আর পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ণ বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ কওমী পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ইসলামী অর্থনীতি বইয়ের সাইজঃ 16.7 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহইয়া অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ