ইসলামী নৈতিকতা
ইসলামী নৈতিকতা pdf বই ডাউনলোড। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। দরূদ ও সালাম অবতীর্ণ হোক তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের উপর। আমরা সেই আল্লাহর প্রশংসা করি, যিনি ইসলামের মত সম্পদ দিয়ে আমাদের প্রতি বড় অনুগ্রহ করেছেন।
আর আমাদেরকে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার প্রতি অনুপ্রাণিত করেছেন এবং এব জন্য অঢেল নেকী হওয়ার কথাও উল্লেখ করেছেন। সুন্দর চরিত্র হলো।
আরও দেখুনঃ দালিলুল মুসলিম pdf বই ডাউনলোড
নেক লোক এবং আম্বিয়ায়ে কেরামদের গুণসমূহের এমন এক বিশেষ গুণ, যদ্দ্বারা মর্যাদা-সম্মান বৃদ্ধিপায়। আল্লাহ তাআলঅ তার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমূহ চারিত্রিক উৎকর্ষকে কুরআনের একটি আয়াতে এইভাবে একত্রিত করে দিয়েছেন যে, উত্তম চরিত্র আপসে প্রেম-প্রীতি ও ভালবাসার জন্ম দেয়।
পক্ষান্তরে নোংরা ব্যবহার ও জঘন্য চরিত্র পারস্পরিক বিদ্বেষ ও হিংসা-বিবাদ সৃষ্টি করে। যার চরিত্র উত্তম, সে দুনিয়া ও আখেরাতে সর্বত্র সুফল লাভ করে। কেননা, আল্লাহ তার মধ্যে তাকওয়া ও মহৎচরিত্র উভয় গুণকে একত্রিত করে দিয়েছেন। যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ সব থেকে অধিকহারে যে জিনিসটি লোকদের জান্নাতে প্রবেশ করাবে।
আরও দেখুনঃ দ্বীনে অবিচল থাকার উপায় pdf বই ডাউনলোড
তা হলো, খোদাভীতি ও উত্তম চরিত্র। (তিরমিযী- হাকিম) আর উত্তম চরিত্র হলো, হাস্যময় হওয়া, সুন্দর ব্যবহার প্রদর্শন করা, কোন মানুষকে কষ্ট না দেওয়া, কথা-বার্তা ভাল বলা, রাগ দমন ও গোপন করা। কষ্ট সহ্য করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন; অর্থাৎ আমি প্রেরিত হয়েছি উত্তর চরিত্র ও নৈতিকতার শিক্ষা দানের জন্য। ৎ
আর তিনি আবু হুরায়রা রাঃ কে এই বলে অসীয়ত করেন যে, হে আবু হুরায়রা রাঃ সুন্দর চরিত্র অবলম্বন কর। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল ! সুন্দর চরিত্র কি? তিনি সাঃ বললেন, অর্থাৎ যে সম্পর্ক ছিন্ন করে, তুমি তা জোড়ার চেষ্টা কর। যে তোমার উপর যুলুম করে, তুমি তাকে ক্ষমা কর। আর যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দাও। ইত্যাদি।
আরও দেখুনঃ ইনসানে কামেল pdf বই ডাউনলোড
নিচে ইসলামী নৈতিকতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 2.33 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ