ইসলামী বিশ্বকোষ ২য় খন্ড
ইসলামী বিশ্বকোষ ২য় খন্ড pdf বই ডাউনলোড। বাংলা ভাষাতেও কয়েকখানি বিশ্বকোষ প্রকাশিত হইয়াছে। উইলিয়াম কেরীর পুত্র ফেলিকস কেরী বিদ্যাহারাবলী নামে বিশ্বকোষ দুই খন্ড প্রকাশ করেন। প্রথম খন্ড শরীরস্থানঃ (Anatomy)খৃ.১ অক্টোবর ও দ্বিতীয় খন্ড স্মৃতিশাস্ত্র ১৮২১ খৃ. ফেব্রুয়ারী মাসে প্রকাশিত হয়। ১ম খন্ডের এক কপি Indian National Library-তে এবং দ্বিতীয় খন্ডের এক কপি কলিকাতা বংগীয় সাহিত্য পরিষদ পাঠাগারে সংরক্ষিত আছে। ইনিই বাংলায় প্রথম বিশ্বকোষ রচয়িতার সম্মান লাভ করেন।
Encyclopaedia Bengalensis বা বিদ্যাকল্পদ্রুম নামে বিশ্বকোষ রচনা করেন রেভারেন্ড কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যয়। গ্রন্থখানির প্রতি পাতার এক পৃষ্ঠা ইংরেজী অন্য পৃষ্ঠায় বাংলা ভাষায় রচিত । ১৮৪৭ খৃ, পর্যন্ত ইহার ছয় খন্ড প্রকাশিত হইয়াছে। প্রথম খন্ড রোমের ইতিহাস প্রথম ভাগ, ২য় খন্ড জ্যামিতি, প্রথম ভাগ ; ৩ য় খন্ড বিবিধ, প্রথম ভাগ ৪র্থ খন্ড রোমের ইতিহাস, ২ য় ভাগ; ৫ম খন্ড জীবনী সংগ্রহ, ১ম ভাগ ৬ষ্ঠ খন্ড মিসর দেশের পুরাবৃত্ত ।ইহার প্রবন্ধগুলির মধ্যে কতক মৌলিক আর কতক অনুবাদ।
আরও দেখুনঃ ইসলামী বিশ্বকোষ pdf বই ডাউনলোড
২২ খন্ডে সমাপ্ত বিশ্বকোষ নামক গ্রন্থটির প্রথম খন্ড শ্রী রঙ্গলাল মখ্যাপাধ্যায় ও শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ১২৯৩ বঙ্গাব্দে প্রকাশ করেন। এই গ্রন্থর পরবর্তী ২১ খন্ডে ১২৯৮ বঙ্গাব্দ হইতে ১৩১৮ বঙ্গাব্দ পর্যন্ত প্রাচ্যবিদ্যা মহার্ণব শ্রী নগেন্দ্রনাথ বসুর সম্পাদনায় প্রকাশ পায় এবং তাহারই সম্পাদনায় ১৩৪২-১৩৪৫ বঙ্গাব্দে গ্রন্থটির কয়েক খন্ডের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।
শ্রী প্রভাব কুমার মুখোপাধ্যায় সম্পদিত সাধারণ বিশ্বকোষ জ্ঞান ভারতী প্রথম ও দ্বিতীয় খন্ড যথাক্রমে ১৯৪০ ও ১৯৪৪ খৃ, এ প্রকাশিত হয় । তিনি ১৯৪৭ খৃ. নবজ্ঞান ভারতী নামে একটি ভৌগোলিক বিশ্বকোষ প্রকাশ করেন। শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত ১৩৭০ বঙ্গাব্দে সংযোজনী খন্ডসহ ১১ খন্ডে বিষয়ানুক্রমে ছেলে- মেয়েদের বিশ্বকোষ শিশু ভরতী প্রকাশ করেন। কলিকাতাস্থ বংগীয় সাহিত্য পরিষদ ভারত কোষ নামে ৫ খন্ডে একটি বিশ্বকোষ প্রকাশ করিয়াছে।
আরও দেখুনঃ বিয়ে pdf বই ডাউনলোড
নিচে ইসলামী বিশ্বকোষ ২ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইফাবা বইয়ের ধরণঃ ইসলামিক বিষয় বইয়ের সাইজঃ 55.00 MB প্রকাশ সালঃ ১৯৮৬ ইং বইয়ের লেখকঃ আবদুল্লাহ ইবন মাখরামা (রা) অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ