ইসলামী সভ্যতায় এক হাতে মুসাফাহা pdf বই ডাউনলোড। নবী স. ইরশাদ করেন, উত্তম চরিত্রকে পুর্ণকারী হিসাবে আমাকে পাঠানো হয়েছে। মানুষের মধ্যে পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধন কিভাবে অটুট থাকবে নবী স. সর্বদা এরই প্রচেষ্টা করেছেন এবং বিভিন্ন পন্থা শিখিয়েছেন। সে পন্থাগুলি হতে সালাম, মুসাফাহা এবং মুআনাকা অন্যতম। এর দ্বারা একদিকে হিংসা।
ক্রোদের মত ঘৃণিত বস্তু ধুর হয়ে পরস্পরে সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও মিল-মহব্বত। অপর দিকে মিমিষেই যাবতীয় গোনাহ গাছের শুকনো পাতার ন্যায় ঝরে যায়। তাই নবী স, বেশী বেশী সালাম- মুসাফাহর নির্দেশ দিয়েছেন। ও স্বীয় আমল দ্বারা উম্মতকে শিক্ষা দিয়েছেন।
আরও দেখুনঃ মিরাসুল আম্বিয়া pdf বই ডাউনলোড
ইসলামের শুরুলগ্ন থেকে দুই শ্রেণীর লোক ইসলামী সভ্যতা, সৌন্দর্য আর উত্তম চরিত্রকে কুলষিত করছে এক, ইয়াহুদী ও খৃষ্টান। দুই. দ্বীনের চদ্মবরণে বন্ধুর সাজে সজ্জিত হয়ে বাতিলপন্থি কিছু লোক। নিজের আসল রূপ গোপন রেখে মুসলিম জাতির মাঝে মতানৈক্য এবং ফাসাদ দৃষ্টি করাই তাদের একমাত্র তার্গেট। শরীআতের গভীরে না পৌঁছে কেবল বাহ্যিক হুকুম দেখেই সহীহ মাসয়ালার অপব্যখ্যা করে বিভিন্ন ফিতনা চড়াচ্ছে।
আর এর জন্যে তারা অত্যন্ড় সচেতনার সাথে হাতিয়ার হিসাবে নিয়েছে সহীহ সীরাহ ও বুখারীর হাদীছ-এর বুলি। তাদের ষড়যন্ত্রের বেড়া জালে অন্যান্য সাধারণ সহজ সরলমনা মুসলিমগণের তুলনায় দ্বীনের দিকে ধাবিত যুবকরাই বেশী এই ফিতনায় আক্রান্ত হচ্ছে।
আরও দেখুনঃ মানব কল্যানে ওয়াকফ ব্যবস্থা pdf বই ডাউনলোড
সে ষড়যন্ত্রের কবল থেকে রেহাই পাইনি ভ্রাতৃত্ব সৃষ্টিকারী মুসাফাহার আমলটিও। আল্লাহর নবী স. যে আমলটি উম্মতের জন্য হিংসা ক্রধ দুর করে ভ্রাতৃত্ব ও মিল-মহব্বত সৃষ্টিকারীর মহৌষধ বললেন। সেটিই আজ কোন্দোল, ঝগড়া-বিবাদের কেন্দ্রবিন্দুর রূপ ধারণ করছে। সোনালী যুগ থেকে উপমহাদেশে বৃটিশ শাসনের পূর্ব পর্যন্ত যুগ যুগ ধরে মুসলিমগন দু হাতে মুসাফাহা করে আসছে।
এতে কারো কোন দন্দ ছিল না। ছিল না ধোকার চ্যালেঞ্জ। এ দলটি ইংরেজ বেনিয়াদের খুশী করতেই তাদের মতো এক হাতে মুসাফাহা শুরু করলো। আর উদ্দেশ্যকে পাকাপোক্ত করার লক্ষ্যে সহীহ সরীহ হাদীছের বুলি লাগিয়ে পোস্টার-লিফলেট ও বই এবং টিভি চ্যানেলের মাধ্যমে ধোকায় ফেলছে।
আরও দেখুনঃ ভেদে মারেফাত pdf বই ডাউনলোড
নিচে ইসলামী সভ্যতায় এক হাতে মুসাফাহা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুফতি বিলাল বিন আব্দুস সুবুর কাসেমী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ