ইসলামের জানা অজানা
ইসলামের জানা অজানা pdf বই ডউনলোড। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য , যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং তাঁরই প্ররিত রাসূল সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের মাধ্যমের হিদায়াতের সরল ও সঠিক পন্থায় পেীছিয়েছেন দু,টি জিনিসের মাধ্যম ।
একটি কুরআন . অন্যটি তার প্রেরিত ও নারীর জীবননাদর্শ , যার নাম সুন্নাত । [আবূদাইদ / ৩৫১২] এ দুটির মাধ্যম মানব সমাজ চিরন্তন সত্য সঠিক কর্মপন্থা নিরুপনের সন্ধান ও পরবালের মুক্তির পথ পাপ্ত হয় । আল্লাহ তায়ালা বলেন ।
আরও দেখুনঃ ইসলাম ধর্ম ও মাতৃভাষা pdf বই ডাউনলোড
আজ তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম ওতোমাদের জন্য প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দনি হিসাবে মনোনীত করলাম । [ মায়িদা৩-] যারা জানে এবং যারা জানেন তারা কি সমান ? [যুমার -৯] তুমি বল : আমি কি তোমাদের সংবাদ দিব তাদের যারা কর্মে াধিক ক্ষতিগ্রস্ত ? তারাই সেই লোক যাদের প্রচেষ্টা দুনিয়াবী জীবনে বিভ্রান্ত হয় , যওি তারা মনে করে যে , তারা সৎ কর্ম করছে [কাহফ-১০৩-১০৪]।
তোমরা আল্লাহকে যথাযথবাবে ভয় করে এবং মোরা মুসলিম না হয়ে মৃত্যুবরন করনা । [আল ইমরান-১০২] রাসূল [সাঃ] বলেছেন ঃ যে ব্যাক্তি আমাদের এ দীনের মধ্যে নতুন কিছওর সঙয়োজন করবে , যা এত নেই ,তা পরিত্যাজ্য । [মুসলিম/৪৩৪৩]।
আরও দেখুনঃ অভিশাপ ও রহমত pdf বই ডাউনলোড
উপরোক্ত আয়াতগুলির প্রতি লক্ষ্য রেখে মুসলিমদের দৈনন্দিন জীবনে দীন জানার ব্যাপারে উপদেশ পেীছে দেয়া নৈতিক দায়িত্ব মনে করেই বইটি সংকলনের তাগিদ অনূভব করি ্ ইসরামের বিভিন্ন ও প্রশ্নোত্তেরের মাধ্যমে বইটি সংকলন করা হয়েছে । প্রতিটি হয়েছে ।
প্রতিটি বিষয়ে প্রথমে প্রমানণপন্জি হিসাবে ইসলামিক ফাউন্ডেশন , বাংলাদেশ কর্তৃক প্রকাশিত কুরআন ওসহহি হাদীস থেকে বর্ণানা এবং পরবর্তীতে বর্তমান সমাজে প্রচলিত রতি- নীতির সঙ্গে তুলনা করার চেষ্টা করা হয়েছে তবে কোন দল //মত/ পথ এর কাউকে হেয়া করার জন্য না । এটা হচ্ছে সংকলনের ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে।
আরও দেখুনঃ জান্নাত লাভের উপায় pdf বই ডাউনলোড
নিচে ইসলামের জানা অজানা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 15.9 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ ড. ইঞ্জিনিয়ার মোশারফ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ