ইসলামের দৃষ্টিতে জন্মনিয়ন্ত্রণ
ইসলামের দৃষ্টিতে জন্মনিয়ন্ত্রণ pdf বই ডাউনলোড। বইটির মূল নাম হলো ইসলাম ও যুক্তির নিরিখে জন্ম নিয়ন্ত্রন। শান্তির ধর্ম ইসলামকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য বিশ্বের তাবৎ কুফুরী শক্তি আজ ঐক্যবদ্ধ। সময়ের ঘুর্নিপাকে শান্তির মিশন আজ অশান্তির বাহন হিসিবে চিহ্নিত। এককালের দুর্দমনীয় প্রতাপশালী মুসলিম জাতি আজ বিশ্বব্যাপী চরম নির্যাতনের শিকার। ইসলামী মূল্যবোধ এবং নৈতিক অবক্ষয়ের কারণে আজ বিশ্ববাসী হতাশাগ্রস্থ। আমাদের জাতীয় জীবনের সর্বস্ততরে আজ শান্তি শৃংখলা এবং স্থিতিশীলতা অনুপুস্থিত।
বিশ্বময় উদ্ভব হচ্ছে বড় বড় ফিতনা এবং মানবতা বিধ্বংসী মতবাদ। যার লেলিহান অগ্নিশিখায় দাউ দাউ করে জ্বলছে মুসলিম বিশ্ব। জাহেলিয়াতের নব উদ্দীপনা ও আকর্ষনীয় শ্লোগান নিয়ে ময়দানে িএখন ইসলাম বিদ্বেষী কুফুরী শক্তি। ছলে বলে কুট কৌশলে এই কুফরী শক্তি মুসলিম জাতির হাজার বছরের অর্জিত অবদানকে ধূলিসাৎ করে দিতে উদ্ধত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুরআনে আঁকা আখিরাতের ছবি pdf বই ডাউনলোড
- ইসলামে গান ছবি প্রতিকৃতির বিধান pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- মুসলিম মিডিয়া নির্বাচিত লেখা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- মুসলিম মিডিয়া নির্বাচিত লেখা ৩য়-খন্ড pdf বই ডাউনলোড
ইসলামের মৌলিক আক্বীদা-বিশ্বাস সমূহ নস্যাৎ করার উদ্দেশ্যে ঈমান বিধ্বংসী নানা রকম মতবাদ আবিস্কারে তারা মত্ত। বাকস্বাধীনতার নামে তাদের ইসলাম বিরোধী অপপ্রচার, অযৌক্তিক বিষোধগার, অশ্লিল,কুরুচিপূর্ণ, আক্রমনাত্বক বক্তব্য এবং লিখনি আজ মুসলিম বিশ্বকে অস্থির করে তুলছে।
অপর দিকে ইয়াহুদী, খৃষ্টান, ব্রাক্ষন্যবাদীদের প্রতারণার শিকার হয়ে এক শ্রেণীর মুসলমানরাও কোরআন সুন্নাহ বিরোধী বহু অবৈধ কর্মকান্ড করে যাচ্ছে। পার্থিব জীবনের তুচ্ছ বিলাসিতা অর্জনের লক্ষে প্রতি নিয়ত হারাম ও পাপ কাজে লিপ্ত হচ্চে। স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় দুনিয়ার হীন স্বার্থ হাসিলের জন্য তারা হারামকে হালাল ঘোষণা করতে কুন্ঠিতবোধ করে না। পরিবার পরিকল্পনা এবং “জন্মনিয়ন্ত্রনের ব্যাপারটি এরই অন্তর্ভূক্ত“।
ইসলামী আইনপ্রনেতা ‘ফুকাহায়ে কেরাম’ জন্ম নিয়ন্ত্রনের অস্থায়ী পদ্ধতি সমূহের মাঝে কোন কোন পদ্ধতিকে বিভিন্ন শর্তসাপেক্ষে আপৎাকালীন জায়েজ বলেছেন। কিন্তু খাদ্যাভাবের অভাবে বা ভয়ে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী কিংবা অস্থায়ী কোন পদ্ধতি অবলম্বন করাকে কোন ফকীহ আদৌ জায়েজ বলেন নি। এবং খাদ্যাভাবের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করাকে সরাসরি আল্লাহ রব্বুল আলামীনের ছিফাতে রাজ্জাকিয়াত (তথা অতিশয় অন্নদাতা) এর প্রতি অনাস্থা প্রকাশ বলে মন্তব্য করেছেন। যা অবশ্যই ইমান বিধ্বংসী মতবাদ।
নিচে ইসলামের দৃষ্টিতে জন্মনিয়ন্ত্রণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ফখরে বাঙ্গাল পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ইসলাম ও যুক্তির নিরিখে জন্ম নিয়ন্ত্রণ বইয়ের সাইজঃ 1.13 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ মুফতি মোহাম্মদ শফী ও তাকি উসমানি অনুবাদঃ মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ