ইসলামে শ্রমিকের অধিকার
ইসলামে শ্রমিকের অধিকার pdf বই ডাউনলোড। গত শতাব্দীতে আমেরিকার শিকাগো শহরে অধিকার আদায়ের একটি মিছিলে গুলি করে হত্যা করা হয় কয়েকজন নিরিহ শ্রমিককে । পরবর্তীতে এই ঘঠনাকে কেন্দ্র করে দিনটিকে শ্রমিক দিবস পালন করা হয় ।
বর্তমানে বিশ্ব যখন একটি ছোট্ট গ্রামে ( গ্লোবাল ভিলেজ ) পরিণত হয়েছে । একটির সঙ্গে আরেকটি দেশের সিমান্ত লাগানো । এক দেশের সঙ্গে আরেক দেশের স্বার্থ জড়িত । তখন শ্রম দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে । ইংরেজি বর্ষের মাস মে’র প্রথম দিনটি পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ।
আরও দেখুনঃ হাদিস সম্ভার pdf বই ডাউনলোড
এমতাবস্থায় আমাদের কর্তব্য আন্তর্জাতিক সম্মান , শ্রমিক মানবাধিকার প্রভৃতি দিবস উপলক্ষে ইসলামে শ্রমিকের অধিকার কীভাবে নিশ্চিত করা হয়েছে তা সবার সামনে উপস্থাপন করা । কারণ ইসলামই সেই ধর্ম প্রথম যে মানবাধিকারের বিধান প্রবর্তন করেছে । যেমন ইসলামের সংবিধান পবিত্র কুরঅানে ইরশাদ হয়েছে । আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি ।
এবং আমি তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজিক । আর আমি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি । (সূরা বানী ইসরাঈল ,আয়াত : ৭০ ) সত্যি কথা বলতে কী , শ্রম ইতিহাসে ইসলামই প্রথম শ্রমিকের প্রতি যথার্থ দৃষ্টি দিয়েছি । তাকে দিয়েছি সম্মান।
আরও দেখুনঃ মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব pdf বই ডাউনলোড
ও মর্যাদা আর শ্রমের স্বীকৃতি । পক্ষান্তরে কোনো কোনো সনাতন ধর্মে শ্রমের অর্থ ছিল দাসত্ব ওবশ্যতা । আবার কোন ধর্মে এর অর্থ ছিল লাঞ্ছনা ও অবমাননা । ইসলাম সমাজের আর দশজন সদস্যের মতো নাগরিক হিসেবে তাদের প্রাকৃতিক অধিকারগুলোর স্বীকৃতি দিয়েছি । তেমনি শ্রমিক হিসেবে তাদের অধিকার গুলোর স্বীকৃতি দিয়েছে ।
তেমনি শ্রমিক হিসেবে তাদের অধিকার নিশ্চিত করতে অনেক মূলনীতি ও বিধি ও প্রবর্তন করেছে । যাতে সমাজিক সাম্য প্রতিষ্ঠা হয় । তাদের ইহ ও পরকালিন জীবনে তাদের ও তাদের পরিবরের সম্মানিত জীবন লাভ হয় । একই ভাবে ইসলাম শ্রমগ্রহীতার প্রতি আহবান জানিয়েছে শ্রমিকের সঙ্গে মানবিক ও সম্মানজনক আচরণ করতে ।
আরও দেখুনঃ কুরআন বুঝা সহজ pdf বই ডাউনলোড
নিচে ইসলামে শ্রমিকের অধিকার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.35 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ আলী হাসান তৈয়ব অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ