ইসলামে সর্বোত্তম pdf বই ডাউনলোড। সুমহান আল্লাহ তায়ালা আল-কুরআনে ঘোষণা করেনঃ অর্থাৎ- তোমরাই উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজে বাধা দিবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। (সূরা আলে ইমরান-৩:১১০ )।
আবার আবু হুরাইরা রাঃ-থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: অর্থাৎ- শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর নিকট দুর্বল মুমিনের চাইতে অধিক প্রিয়,.যদিও উভয়ের মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। যা তোমাকে উপকার দান করবে তার প্রতি আগ্রহী হও এবং আল্লাহর সাহায্য চাও, এবং অপারগতা প্রকাশ করো না। যদি তোমার ওপর কোন বিপদ চাপে তাহলে আমি যদি এরূপ এরূপ করতাম তাহলে এ হতো না, এরূপ বোলো না; বরং বল: আল্লাহর নির্ধারণ এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন; কেননা যদি শয়তানের কাজের পথকে খুলে দেয়। (সহীহ মুসলিম, খ-৪, পৃ-১৪০১ নং ৬৪৪১) ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নামাযে খুশু pdf বই ডাউনলোড
- প্রশান্তির বাণী pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ৩য়-খন্ড pdf বই ডাউনলোড
- হাদীসের আলোকে আদর্শ স্বামী pdf বই ডাউনলোড
- তাজকিরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড
আবু হুরাইরা রাঃ- বর্ণনা করেন যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যারা দীর্ঘজীবী এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। (মুসনাদে আহমাদ)। আবার জাবির রাঃ-থেকে বর্ণিত, নবী হযরত মুহাম্মদ সাঃ- ইরশাদ করেনঃ অর্থাৎ- তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যারা দীর্ঘজীবী এবং সর্বোত্তম আমল বা কাজের অধিকারী। (আহমদ এবং আল হাকীম, তিরমিযী হযরত আব্দুল্লাহ ইবন বসুর)।
আবু বকর রাঃ- উল্লেখ করেন, নবী হযরত মুহাম্মদ সাঃ- ইরশাদ করেনঃ অর্থাৎ- সর্বোত্তম মানুষ ঐ ব্যক্তি যার জীবন দীর্ঘ এবং কাজ ভাল, সর্বনিকৃষ্ট মানুষ ঐ ব্যক্তি যার জীবন দীর্ঘ এবং কাজ খারাপ। (মুসনাদে আহমদ, আলহাকীম এবং তিরমিযী, মিশকাতুল মাসাবীহ খ-২, পৃ-১০৯৪)।
ব্যবসা-বাণিজ্য নিয়ে কিছু ইরশাদ রয়েয়ে তা কিছু সংখ্যক আপনাদের মাঝে নিম্নে উপস্থাপন করা হলো: পবিত্র আল-কুরআনে সর্বশক্তিমান আল্লাহ ইরশাদ করেনঃ অর্থাৎ- যখন তোমরা পরিমাপ কর তখন পূর্ণভাবে পরিমাপ কর এবং সঠিক দাঁড়িপাল্লা দ্বারা ওজন দাও এবং পরিণামে সেটাই সর্বোত্তম এবং কল্যাণকর। (সূরা বনী ইসরাঈল- ১৭:৩৫)।
আবার সর্বশক্তিমান আল্লাহ আরো বলেন- অর্থাৎ:- হে বিশ্বাসিগণ! জুমুয়ার দিন যখন নামাযের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের উদ্দেশ্যে দ্রুত আল্লাহর স্বরণে অগ্রসর হও এবং ব্যবসা ও কাজকর্ম বন্ধ কর। তোমাদের জন্য উত্তম যদি তোমরা জান। (সুরা আল-জুমুয়াহ-৬২: ০৯) । বইটি যদি আপনারা পড়তে চান এবং জ্ঞান অর্জন করতে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে ইসলামে সর্বোত্তম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | পিস পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
প্রকাশ সালঃ | ২০০৯ |
বইয়ের লেখকঃ | ড. বেলাল ফিলিপস |
অনুবাদকঃ | মোঃ আব্দুল কাদের মিয়া |