ইসলাম ও ঈমান ভঙ্গে কারণ pdf বই ডাউনলোড। কোনো জীবনব্যবস্থা মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। ইসলামের পাচঁটি খুঁটি রয়েছে। একইভাবে ঈমানের কিছু মূলনীতি রয়েছে, কিছু শর্ত রয়েছে, ছয়টি খুঁটি রয়েছে। ইসলাম ও ঈমান ভঙ্গেরও অনেকগুলো কারণ রয়েছে। তন্মাধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি কারণ রয়েছে। ইসলাম ও ঈমান ভঙ্গের কারণসমূহ জানা প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
কারণ, একজন মুসলিমের নিকট ইসলাম ও ঈমান সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটি আমলের ক্ষেত্রে তা ভঙ্গের কারণসমূহ জানার চেষ্টা করি। যেমন- ওযূ ভঙ্গের কারণ, সালাত ভঙ্গের কারণ, সিয়াম ভঙ্গের কারণ, তায়াম্মুম ভঙ্গে কারণ প্রভৃতি। আমল থেকে ঈমানের গুরুত্ব অনেক বেশি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলাম ভঙ্গের কারণ সমূহ pdf বই ডাউনলোড
- ঈমান ভঙ্গের কারণ pdf বই ডাউনলোড
- ঈমান ভঙ্গের কারণসমূহ pdf বই ডাউনলোড
- এসো ঈমান শিখি pdf বই ডাউনলোড
- ঈমান সবার আগে pdf বই ডাউনলোড
ঈমান না থাকলে আমল কোনো কাজে আসবে না। প্রথমে আমরা ইসলাম ও ঈমান সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ইসলাম হলো- অর্থাৎ ইসলাম হলো তাওহীদের সাথে মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ, আনুগত্যের মাধ্যমে তারঁ পরিপূর্ণ অনুসরণ এবং শির্ক ও শির্ককারীর সাথে সম্পর্ক ছিন্ন করা।
এ ইসলামে প্রবেশ করার পরে জেনে বা না জেনে এমন কোনো কাজ করে ফেলা, যা তাকে ইসলাম থেকে বের করে দেয়, এ কাগুলোই ইসলাম ভঙ্গের কারণ। এ কারণগুলো জানা প্রত্যেক মুসলিমের কর্তব্য।
অনেকেই জানে না যে, ইহাকালীন ও পরকালীন জীবনকে আলাদাভাবে বিবেচনা কারণে অজ্ঞাসারেই যে কেউ ঈমান ও ইসলামের মহানিয়ামতের গন্ডি থেকে ছিটকে পড়ে বেঈমান ও অমুসলিম হয়ে যেতে পারে। মুক্তচিন্তা; প্রগতি স্বাধীনতা ইত্যাদি পরিভাষাগুলোর অপপ্রয়োগের কবলে পড়ে অনেকেই নিজেদের সীমিত ও অপ্রতুল জ্ঞানের উপর ভর করে।
ঈমান ও ইসলাম-এর সূক্ষ্মাতিসূক্ষ্ম, গভীর, ব্যাপকতর কল্যাণকর বিষয়গুলোকে পর্যালোচনা বা বিশ্লেষণ করে বিপরীতমুখী অবস্থান নিয়ে এর মাধ্যমে জীবনের সর্বনাশ ডেকে আনে। সে হয়তো খেয়ালই করে না যে, নিজের জ্ঞান-যুক্তি ও বুদ্ধিতে আসুক বা না আসুক ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে; এখানে কিছু মানা আর কিছু ছাড়া’র কোনো অবকাশই নেই । আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সবুজপত্র প্রকাশক |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 18.16 MB |
কাশ সালঃ | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | ড. মোহাম্মাদ ইমাম হোসাইন |
অনুবাদকঃ |