ইসলাম ভঙ্গের কারণ সমূহ
ইসলাম ভঙ্গের কারণ সমূহ pdf বই ডাউনলোড। শুধুমাত্র নিজে জানার ও মানার জন্য অন্যকে বিচার করার জন্য নয়। আল্লাহর ইবাদতে শিরাক করা দিলল: আল্লাহ বলেন, নিশ্চই আল্লাহ তাআলা তারঁ সাথে শিরক করাকে ক্ষমা করেন না।
এছাড়া অন্য যেকোন গুনাহ তিনি যাকে ইচ্ছে ক্ষমা করে দিবেন। সূরা নিসা- ৪৮ শিরকের উদাহরণ: আল্লাহ ছাড়া অন্য কারো জন্য বা অন্য কারো নামে জবাহ করা। যেমন জ্বীনের জন্য বা কবরের জন্য জবাহ করা। মাধ্যম নির্ধারণ করা কোন ব্যাক্তি যদি তার ও আল্লাহর মাঝে কোন মাধ্যম বানিয়ে নেয়।
আরও দেখুনঃ ষাঁড়নামা pdf বই ডাউনলোড
যার কাছে সে দোয়া করে, সুপারিশ চায়, তার উপর ভরসা করে, তাহরে তার ব্যাপারে আলেমদের ঐক্যমত ইজমা হলো সে কাফের হয়ে যাবে। মুশরিকদেরকে কাফের মনে না করা কোন ব্যাক্তি যদি মুশরিকদেরকে কাফের মনে না করে, বা তাদের কুফুরিতে সন্দেহ প্রকাশ করে, বা তাদের মতবাদকে সঠিক মনে করে, তাহলে তার ব্যাপারে আলেমদের ঐক্যমত ইজমা হলো সে কাফের হয়ে যাবে।
রাসুল সাঃ এর বিধানকে অসম্পূর্ণ মনে করা কোন ব্যাক্তি যদি রাসুল সাঃ এর আনীত বিধান ছাড়া অন্য কারো বিধানকে বেশি পূর্নাঙ্গ মনে করে, বা তার বিধান ছাড়া অন্য কারো বিধানকে ভালো মনে করে, যেমনঃ যারা তাগুতের বিধানকে রাসুর সাঃ এর বিধানের চেয়ে বেশি প্রাধান্য দেয়, তার ব্যাপারে আলেমদের ঐক্যমত ইজমা হলো সে কাফের হয়ে যাবে।
আরও দেখুনঃ লেখা সংকলন ২ pdf বই ডাউনলোড
রাসুল সাঃ এর বিধানের উপর অসন্তুষ্ট থাকা কোন ব্যাক্তি যদি রাসুর সাঃ এর বিধানের উপর অসন্তুষ্ট থাকে তাহলে সে নিজে আমল করা সত্যেও সে কাফের হয়ে যাবে (ইজমা)। দলিল: আল্লাহ বলেন, এটা এইজন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন তা তারা অপছন্দ করেছে, তাই তিনি তাদের আমল বাতিল করে দিয়েছেন {সূরা মুহাম্মাদ-৯}।
আল্লাহ প্রদত্ত দ্বীনের কোন বিষয়, সাওয়াব, শাস্তি নিয়ে ঠাট্টা করলে : দলিল, আল্লাহ বলেন: (হে নবী ) আপনি বলুন, তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ ও তার রাসুলকে নিয়ে ঠাট্টা কর- ছিলে? তোমরা অযুহাত পেশ করো না, তোমরা ঈমান আনার পর কুফরী করেছ” {সূরা তাওবা-৬৫}।
আরও দেখুনঃ লেখা সংকলন 8 pdf বই ডাউনলোড
নিচে ইসলাম ভঙ্গের কারণ সমূহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.15 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুঃ বিন আব্দুল ওয়াহাব রাহঃ অনুবাদঃ ফাইসালডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ