ইয়ারমুক যুদ্ধ
ইয়ারমুক যুদ্ধ pdf বই ডাউনলোড। হযরত আবু সুলায়মান খালিদ ইবনে আল ওয়ালিদ ইবনে আল মুঘিরাহ রা. ছোট-বড় প্রায় শখানেক যুদ্ধে অংশগ্রহণ করেও আজীবন অপরাজিত থাকায় ইতিহাসবিদেরা খালিদ বিন ওয়ালিদকে সমর-ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি বলে অনেক আগেই মেনে নিয়েছেন।
তাছাড়া অপেক্ষাকতৃ ছোট সেনাদল নিয়েও অপ্রতিরোধ্য সব ক্যাভালরি রণকৌশলের মাধ্যমে প্রতিপক্ষের বিশাল সব শত্রুবাহিনীকে বারবার পরাস্ড় করে তিনি সর্বকালের সেরা ক্যাভালরি জেনারেল হিসেবেও স্বীকৃত। বাইজান্টাইন রোমান শাসনামলে মহানবী হযরত মুহাম্মদ সাঃ ৬২৯ সালে বাইজান্টাইন সম্রাট হেরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন।
আরও দেখুনঃ বাবা আমার বিয়ের ব্যবস্থা করুন pdf বই ডাউনলোড
মহানবী সাঃ-এর সেই দাওয়াতের চিঠি বহনকারী দূত লেভান্টের মুতা গ্রামের কাছাকাছি পৌছালে ঘাসানিদ আরবেরা তাতে হত্যা করে। দূত- হত্যা সব সময়ই অগ্রহনযোগ্য। অতএব মহানবী সাঃ মুতাবাসী বাইজান্টইনদের বিরুদ্ধে যুদ্ধ গোষণা করতে বাধ্য হলেন।
যায়িদ বিন হারিযাহর নেতৃত্বে তিন হাজার সৈন্য নিয়ে মসুলমান বাহিনী মুতা অভিযান রওনা দিয়েছে জেনে সম্রাট হেরাক্লিয়াস দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে এগিয়ে এলেন। শুরু হলো অসম এক যুদ্ধ। এই যুদ্ধে খালিদ যুদ্ধ করতে করতে ইতিমধ্য নয়টি তরবারি ভেঙ্গে ফেলে দশমটি নিয়ে লড়ছিলেন।
আরও দেখুনঃ ভারতে নির্মম গণহত্যা pdf বই ডাউনলোড
কিন্তু সংখ্যায় বাইজান্টাইনরা অনেক বেশি হওয়ার মুসলমানেরা কোনোমতেই তাদের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছিলেন না। যুদ্ধ কারতে করতে যায়িদ বিন হারিযাহ শহিদ হলে জাফর বিন আবু তালিব মুসলমান সেনাপতির দায়িত্ব নিলেন।
যুদ্ধ করতে করতে তিনিও শহিদ হলে আব্দুলাহ- বিন রাওয়াহা কমান্ড নিজের কাধেঁ তুলে নেন। কিন্তু তিনি শাহাদতবরণ করার পর যুদ্ধরত মুসলমান যোদ্ধারা খালিদের হাতে সেনাপতিত্ব সপেঁ দেন। দায়িত্ব পাওয়ার পর খালিদ সুকৌশলে মুসলমান বাহিনীকে বাইজান্টইনদের থাকা থেকে সরিয়ে আনে।
আরও দেখুনঃ তাকবিয়াতুল ঈমান pdf বই ডাউনলোড
নিচে ইয়ারমুক যুদ্ধ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ যুদ্ধ বিষয়ক বইয়ের সাইজঃ 6.65 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মেজর মোঃ দেলোয়ার হোসেন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ