ইয়া উখতি হে আমার বোন pdf বই ডাউনলোড । হে আমার বোন! কথা তো এত কঠিন না। নর্তকীরা কথা বুঝে গেছে তো তোমাদেরকে কোন জিনিস ধোঁকায় ফেলে রেখেছে? এই যৌবন তো শেষ হয়ে যাবে। এর বাস্তবতা যদি বর্ণনা করা হয় তাহলে তো মানুষেরই ঘৃণা চলে আসবে।
হযরত আনাস বিন মালিক রাঃ বলেন, “হযর আবু বকর রাঃ যখন আমাদের সামনে দুনিয়ার বাস্তবতা তুলে ধরতেন, তখন এমন ভাবে উপস্থাপন করতেন যে, আমাদের নিজেদের উপর ঘৃণা সৃষ্টি হত”।
আজ যুবকদের কি অবস্থা!! তারা আল্লাহর হুকুমের পরোয়া করে না। আল্লাহ যে জিনিস হারাম করেছেন তার কোন পরোয়া নেই। মনে রেখ। একদিন এই যৌবন শেষ হবে, উন্নতির পর অবনতি আসবে। একদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে।
সমস্ত মাল সামানা ভাগ বন্টন হয়ে যাবে। সন্তান ও আত্মীয় স্বজনের কবরে ফেলে আসবে। এই সব কিছু খেলাধুলার মত। দুনিয়ার কোন ‘আনন্দ অনুষ্ঠান’ হলে অপেক্ষার পর অপক্ষো করতে থাকে। তারপর সে সময় এসে শেষ হয়ে যায়। তারপর আর কী থাকে?
এই দুনিয়ার ধোঁকায় পড়ো না। এটা বড় চালবাজ, ধোঁকাবাজ, নিজের জালে এমনিতেই ফাঁসিয়ে দেয়। লম্বা-চওড়া ওয়াদা করে কিন্তু কারো সাথে ওয়াদা পূরণ করেনি। সে কারো হয়নি। যে একবার দুনিয়ার পিছনে পড়েছে দুনিয়া তাকে ঐ কুকুরের মত বানিয়ে দিয়েছে, যে একটি হাড্ডি বা একটি রুটির টুকরার জন্য লেজ নাড়িয়ে মালিকের পিছনে চলতে থাকে।
এই বিষয়ক আরও ইসলামিক বই দেখুনঃ
- হে আমার মেয়ে pdf বই ডাউনলোড
- হে আমার ছেলে pdf বই ডাউনলোড
- হে আমার মুসলিম ভাই pdf বই ডাউনলোড
- আল হিসনুল ওয়াকি pdf বই ডাউনলোড
- আল্লাহ তাআলা কোথায় আছেন pdf বই ডাউনলোড
- আল্লাহ কোথায় pdf বই ডাউনলোড
- হিন্দু বোনকে ইসলামের দাওয়াত pdf বই ডাউনলোড
নিজের পূর্বের লোকদের দেখ, দুনিয়া কি তারেদ সাথে স্থায়ী হয়েছে? যখন তাদের সৌন্দর্য শেষ হয়ে গিয়েছে, চামড়া ঢিলা হয়ে গেছে, দুনিয়া কি তাদের কোন মূল্যায়ন করেছে? কোথায় গেলো সেই রং তামাশা কোথায় গেলো সেই আড্ডা? কোথায় সেই হাসি-তামাশা? কোথায় সে খেলার সাথী? সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। সবাই দূরে চলে গেছে।
এই দুনিয়া কি কোন কাজে আসবে? যখন মালাকুত মউত মাথার কাচে এসে দাঁড়াবে – দুনিয়া ও দুনিয়াদার সবাই তোমাদের মরার অপেক্ষায় থাকবে। কখন মৃত্যু হবে আর অন্ধকারে নিক্ষেপ করে ঘরে গিয়ে আরাম করবে।
তোমার ধন-দৌলত অর্জনের জন্য লড়াই করবে। তোমার ঘর-বাড়ি কবজা করার জন্য আদালতের দারস্থ হবে। ব্যাংক ব্যালেন্সকে হাতানোর জন্য পুলিশের সাহায্য নিবে। কোথায় গেল সেই মোহাব্বত? কোথায় গেল সেই প্রেম? কোথায় গেল সেই ভালোবাসা?
এটাই কি সততা? এটাই কি ভালোবাসা? আজ অনেকেই জীবন বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহর হুকুমের খেলাফ করতে থাকে। নবীর সুন্নতের বিপরীত জীবন-যাপন করে। নামাজ পড়ে না, পর্দা করে না, জিহাদ করে না, এমনকি জিহাদের তামান্নাও তাদের অন্তরে রাখে না।
নিচে ইয়া উখতি হে আমার বোন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 5.95 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | অর্ধেক দ্বীন টিম |
অনুবাদঃ |