উজ্জীবিত ঈমানের ইতিকথা pdf বই ডাউনলোড। ১. যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম হেরা গুহায় বসে সর্ব প্রথম ওহী লাভ করলেন , সেদিন বাড়িতে এসে ভয়ে কাপতে লাগলেন এবং বাড়ীর সবাইকে বলতে লাগলেন , আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও । আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও । উম্মুল মুনিীন হযরত খাদিজা (রাঃ) তার অবস্থা দেখে কিছুটা ঘাবড়ে গেলেন ।
কিন্তু পরক্ষণেই মনকে মজবুত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামকে সান্তনা দিয়ে বললেন : “কখোণো নয় । আল্লঅহর কসম , আল্লাহ আপনাকে কখোনো লাঞ্চিত করবেন না । আপনি আত্নীয় স্বজনদের সাথে সদ্যবহার করেন , অযোগ্য ও অর্থবদের ভরণ পোষণ করেন ।
আরও দেখুন:তিব্বে নববী pdf বই ডাউনলোড
নি:স্ব ও বঞ্চিতের আয় রোজগারের ব্যবস্থা করেন , অথিতির যত্ন করেন এবং বিপদ আপদে মানুষকে সাহায্য করেন ”। নবুয়্যত লাভের ১৫ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম এর সাথে বিয়ে হওয়ার পর থেকে তিনি রাসূলের এসব জনসেবা মূলক কর্মকান্ড দেখে আসছিলেন , যা তিনি একক ভাবে করতেন , হিলফুল ফুযুল সংগঠনের মাধ্যমেও করতেন ।
কিছু ঈমানী গল্প।
এ সব জনসেবা মূলক কাজ যারা করে , তাদের কোনো অপমৃত্যু বা অপমানজনক পরিণতি হতে পারে না এটা প্রাগৈসলামিক যুগেও সমাজের সৎ রৈাকদের ধারণা ছিল । হযরত খাদিজা (রাঃ) সেই ধারণার প্রতিদ্বনি করেছেন । রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম এর এক হাদিসে এ ধারণার সমর্থন পাওয়া যায় ।
আরও দেখুন:তাযকিয়াতুন নাফস pdf বই ডাউনলোড
তিনি বলেন : “ পরোপকার ও জনসেবা মূলক কর্মকান্ড মানুষকে অপমৃত্যু থেকে রক্ষা করে । একবার হযরত উমর হজ্জ করতে মক্কায় এলেন । তিনি কাবার চারপাশে তও্রয়াফ করছিলেন তার সাথে েএকই কাতারে তাওয়াফ করছিলেন সদ্য ইসলাম গ্রহণকারি প্রতিবেশী রাজ্যের এক রাজা জাবালা ইবণে আইহাম । জাবালা কাবার চার পাশে প্রদক্ষিণ করার সময় সহসা।
আরেক তওয়াফ কারী জনৈক দরিদ্র আরব বেদুইনের পায়ের তলে চাপা পরে জাবালার বহূ মুল্যবান ইহরামের চাদরের এক কোণা । চাদরটি রাজার কাধের উপর থেকে টান লেগে নীচে পড়ে যায় । ক্রোধে অগগ্নিশর্মা হয়ে উঠে জাবালা । লৈাকটির কোন ওজর আপত্তি না শুনে জাবালা তার গালে প্রবল জোরে এক চর বসিয়ে দেয় ।
আরও দেখুন:তাফসীর কি মিথ্যা হতে পারে pdf বই ডাউনলোড
নিচে উজ্জীবিত ঈমানের ইতিকথা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দাওয়া এন্ড এডুকেশন ডিপার্টমেন্ট বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ আকরাম ফারুক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ