উদ্ভাসিত মোস্তফা চরিত pdf বই ডাউনলোড। কয়েকজন নবী প্রেমিকের ইন্তেকাল ২০০৩ সালের শুরু থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন দেশবিখ্যাত নবী- প্রেমিকের ইন্তেকাল হয় । এঁরা হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক মৌলভীবাজারের সৈয়দ শামসুল ইসলাম, আজিমপুর গোরস্তান সংলগ্ন আজিমপুর জামে মসজিদের দীর্ঘ প্রায় চল্লিশ বছরের ইমাম ও খতীব এবং ফয়যুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মওলানা আবদুল্লাহ্ সাহেব।
মোহাম্মদপুরস্থ লালমাটিয়া শাহী মসজিদের ঐরূপ দীর্ঘকালের ইমাম ও খতীব এবং লালমাটিয়াস্থ কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিয মওলানা আবদুর রউফ সাহেব, উক্ত মাদ্রাসার তাঁর পরবর্তী মুহ্তামীম মুখলিস আলেম হযরত মওলানা ফযলুর রহমান সাহেব, সংসদচত্বর সংলগ্ন মণিপুরী পাড়া মসজিদ কমিটির অন্যতম কর্ণধার ইঞ্জিনিয়ার আলহাজ আযীযুল হক সাহেব এবং চট্টগ্রাম পটিয়া জামেয়া ইসলামিয়ার মুহ্তামিম এবং বাংলাদেশ কওমী মাদ্রাসা বোর্ড- বেফাকুল মাদারিস এর সভাপতি বন্ধুবর মওলানা হারূন ইসলামাবাদী।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
এঁদের প্রত্যেকের সাথে মহানবী স্মরণিকার এই অধম সম্পাদকের ব্যক্তিগত মধুর সম্পর্ক ছিল। স্থানাভাবে তাঁদের সকলের শিক্ষণীয় জীবনবৃত্তান্ত তুলে ধরা সম্ভবপর হলোনা বলে আমরা দুঃখিত। আল্লাহ তাঁদের সকলকে বেহেশতের উচ্চমযাদা নসীব করুন! ইঞ্জিনিয়ার আলহাজ আযীযুল হক আমাদের মহানবী স্মরণিকা পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক বিশিষ্ট ইসলামসেবী আলহাজ আযীযুল হক গত বছর ৭ই মে তারিখে ঠাকুরগাঁয়ে কাজী ফার্মের পক্ষ থেকে একটি কারখানার কী একটা মেরামত কার্য উপলক্ষে গেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই ইনতিকাল করেন।
ইন্না লিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি উক্ত ফার্মের উপদেষ্টা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর ২ মাস। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ৬ ভাই বোন ও ৬টি পুত্রসন্তান রেখে যান। পরদিন ৮ই মে বাদ যুহর সংসদ ভবন চত্বরের পূর্বে অবস্থিত মণিপুরীপাড়া মসজিদপ্রাঙ্গণে উক্ত মসজিদের বিজ্ঞ ইমাম সাহেবের আহ্বানে সাড়া দিয়ে আমাকেই তাঁর জানাযার ইমামতি করতে হয়। তারপর ঐ দিনই জামালপুর জেলাধীন সরিষাবাড়ী এলাকার ফুলদহেরপাড়াস্থ তাঁর পৈত্রিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
নিচে উদ্ভাসিত মোস্তফা চরিত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত -বিষয়ক বই |
বইয়ের সাইজ | 65.05MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আবদুল্লাহ বিন সাঈফ জালালাবাদী আল আযহারী |
বইয়ের অনুবাদকঃ |