উল্টা বুঝিল রাম pdf বই ডাউনলোড। ভারত সেবাংশ্রম সঙ্ঘ ২১১ নং রাসবিহারী এভিনিউ বালিগঞ্জ কলিকাতা ১৯, এই ঠিকানা হতে একখানি বই প্রকাশি হয়েছে বইখানির নাম ওঁজয়িঞ্ষু হিন্দু। বইখানি প্রকাশ করেছে স্বামী আত্মনন্দ আর লিখেছেন স্বামী বেদানন্দ। বইখানি পড়ে মনে হল যে স্বামীদ্বয় কান্ড-জ্ঞানহীনতা, পরশ্রীকাতরতা আর সর্বোপতি অসত্যতার সাধনা করেই আধ্যাত্মিকতার উচ্চ আসরে বসতে সক্ষম হয়েছেন।
স্বামীদ্বয় পবিত্র কুরআন ও ইসলামের বিন্দু-বিসর্গ পাঠ না করেই শুধু ষড়রিপুর তাড়নায় আল্লাহ, রসূল, কুরআন ও ইসলাম সম্পর্কে খুব দাম্ভিকতার সাথে মুর্খতা-ব্যঞ্জক তথ্য পরিবেশন করেছেন। তাদেঁর এই গবেষণার দ্বারা তারাঁ হিন্দু ধর্মের ও হিন্দু জাতির কি পরিমাণ উপকার সাধন করতে পেরেছেন জানিনা,।
আরও দেখুনঃতাজা ঈমানের ডাক pdf বই ডাউনলোড
তবে তাদের সাত্বিক উদারতা আর উন্নত আধ্যাত্মিকতার প্রতি শিক্ষিত ও সুরুচিসম্পন্ন ব্যক্তিদের যে নিদারুণ বিতৃঞ্ষা ও ঘণা সঞ্চারিত হয়েছে তাতে মোটেই সন্দেহ নেই। যে মতলবে তারাঁ পরধর্মের ভয়াবহতা প্রমাণ করতে যেয়ে বেসালাম হয়ে ইসলাম ও মুসলমানদের জঘণ্য ভাবে আক্রমণ করেছেন।
তা উপলব্ধি করা মোটেই কষ্টকর নয়। মুসলমানদের মনে সন্ত্রাসের ভাব জাগিয়ে তোলার চেষ্টা।ইসলামে কোন জবরদস্তি নাই। কিন্তু ইসলামের উপর কেউ আঘাত হানলে এই জাগ্রত মুসলিম জাতি কোনক্রমেই তা বরদাশত করবে না। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেখানকার সংবিধানে ১৫৩ক ধারায় বলা হয়েছে।
আরও দেখুনঃ তফসীরে আইনী আমপাড়া pdf বই ডাউনলোড
এক ধর্মের লোক অন্য ধর্মাবলম্বীর মনে আঘাত হানতে পারবে না, ঘৃণা, বিদ্বেষ ও আতঙ্কের সৃষ্টি করতে পারবে না। অথচ ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতাবাদী নেতাদের নাকের ডগার উপর ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে পুরীষ উদগীরণ কি ভাবে সম্ভব হচ্ছে বুঝলাম না।
হস্তীর মুখের দুপাশে বৃহৎ যে দুটি দাঁত দেখতে পাওয়া যায়, সেগুলি চিবাবার জন্য ব্যবহৃত হয় না, চিবাবার দাতঁ আলাদা থাকে সেগুলি বাহির থেকে দেখা যায় না। ধর্মনিরপেক্ষ ভারত রাষ্ট্রর নীতি যদি গজদন্তের মত না হয় তাহলে ভারত সরকারের উচিত অবিলম্বে উক্ত জঘন্য পুস্তকের প্রচারণা বন্ধ করে দেওয়া।
আরও দেখুনঃ কাদিয়ানী কাহিনী pdf বই ডাউনলোড
নিচে উল্টা বুঝিল রাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ইতিহাস বিষয়ক বইয়ের সাইজঃ 3.11 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মাওলানা আবু তাহের বর্দ্ধমানী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ