একজন মযলুম মাওলানা pdf বই ডাউনলোড। আল্লাহর রাসুলের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূল মিস্টি খেয়েছেন, তািই আমরা মিষ্টি খাব। রাসূল তায়েফে গিয়ে নির্যাতিত হয়েছেন, তাই আমরা নির্যাতিত হব। এভাবেই শান্তিকামিতার মূলনীতিকে ঠিক রেখে আমরা প্রিয় রাসূলকে অনুসরণ করে যাব। যেখানে এই মূলনীতি ব্যাহত হবে।
সেখানে রাসূলের জীবনের সে-সংক্রান্ত অধ্যায়কে স্রেফ বইয়ের পাতার মধ্যেই এটেঁ রাখাব অথবা তার অপব্যাখ্যা করে ভিন্ন কোনো প্রয়োগক্ষেত্রে প্রয়োগ করব।
আরও দেখুনঃ রাসূল সাঃ এর বহু বিবাহ pdf বই ডাউনলোড
রাসূল সা. তখন হুদাইবিয়ায়। খবর পেলেন উসমান র.-কে তাগুতের দোসররা বন্দী করে ফেলেছে; এমনকি তার রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে। রাসূল সাঃ তখন সাহাবিদের একত্রিত করে সকলের কাছ থেকে বাইয়াত নিলেন। আল্লাহ সে প্রসঙ্গে বলেছেন, যারা আপনার কাছে বাইয়াত দিচ্ছে।
তারা তো আল্লাহর কাছে বইয়াত দিচ্ছে। আল্লাহর হাত তাদের হাতের ওপর। যে ভাবে বাইয়াতকে ভঙ্গ করবে, সে তার নিজেরই ক্ষতি করবে। আর যে আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করবে, অবশ্যই তিনি তাকে মহা প্রতিদান দান করবে।
আরও দেখুনঃ যা একজন মুসলিমের জানা প্রয়োজন pdf বই ডাউনলোড
এক মাওলানা ধৃত হয়েছেন। তার অপরাধ খুব বেশি কিছু নয়। তিনি নাকি উগ্রবাদ প্রচার করতেন। আচ্ছা, উগ্রবাদের সংজ্ঞা কী? আমরা তো দেখি শাহবাগি নাস্তিকরা সেখান থেকে উগ্রবাদ প্রচেষ্টা করছে। আওয়ামী লীগ সরকারের অনুসারী ছাত্ররা তো শুধু উগ্রবাদই নয়, বরং রীতিমতো সন্তাসবাদের প্রচার করছে। আর দাদাদের দেশের হিন্দুগোষ্ঠী তো উগ্রতার চরম শিখর স্পর্শ করেছে।
উগ্রবাদ হলো তাত্ত্বিক ব্যাপার আর সন্ত্রাসবাদ হলো প্রায়োগিক ব্যাপার। ইসলাম উগ্রবাদী ধর্ম নয়। এ কথা তো সর্বজনস্বীকৃত। তাহলে যে বিষয়গুলো ইসলাম- সমর্থিত, তা কখনো উগ্রবাদ হতে পারে না। বরং নিঃসন্দেহে তা-ই ভারসাম্যের পথ। এবার দেখা যাক, এই মাওলানা যা কিছু প্রচার করতেন, তা ইসলাম -সমর্থিত কি না। যদি তা ইসলাম-সমর্থিত হয় তাহলে কখনো তা উগ্রবাদ নয়। এ দ্রুব সত্যকে অস্বীকার করার কোনো জো নেই। এই মাওলানার আরেকা অপরাধ হলো, তিনি গাজওয়ার হাদিসগুলোতে বিশ্বাস করতেন।
আরও দেখুনঃ একজন মুসলিমের দৈনন্দিন জীবন pdf বই ডাউনলোড
নিচে একজন মযলুম মাওলানা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জীবনী বিষয়ক বইয়ের সাইজঃ 4.94 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ