একটি দ্বীপের সন্ধানে pdf বই ডাউনলোড। আহমদ মুসা কফির কাটে চুমুক দিতে যাচ্ছিল। আহমদ আবদুল্লাহ ছুটে এসে আহমদ মুসার কোলে ঝাপিঁয়ে পড়ল। ঝুঁকুনি লেগে কিছুটা কফি পড়ে গেল আহমদ মুসার শার্টে। আহমদ মুসার এপাশে বসে জোসেফাইনও কফি পান করছিল। তার মুখে বিরক্তির চিহৃ ফুঠে উঠেছে।
তাকিয়েছে সে আহমদ আব্দুল্লাহর দিকে। বলল একটু শক্ত কন্ঠে, আহমদ আবদুল্লাহ তোমার কাছে এমনটা আশা করিনি। কাপ থেকে কফি পড়ে যাওয়ায় আহমদ আবদুল্লাহ এমনিতেই অপরাধবোধ নিয়ে থমকে গিয়েছিল।
আরও দেখুনঃ সুখময় জীবনের সন্ধানে pdf বই ডাউনলোড
তার উপর মায়ের বকুনি খেয়ে কেঁদে ফেলল। মায়ের এ ধরণের বকুনি তার কাছে নতুন। আহমদ মুসা কফির কাপ পিরিচে রেখে আহমদ আবদুল্লাহকে টেনে নিল কোলে। বলল না বেটা তোমার আমা তোমাকে বকেনি। উপদেশ দিয়েছে। মা তো ছেলেকে উপদেশ দেবেই। জোসেফাইন হাসল। আহমদ আবদুল্লাহ মাথায় হাত বুলিয়ে তার চোখ মুখে দিয়ে আদর করে বলল, খুব ভালো ছেলে তুমি।
মানুষ মানুষের জন্য ।
দরজায় নক করে একটু পরে ড্রইংরুমে প্রবেশ করল আয়া। ট্রেতে কফির দুটি কাপ তুলে নিতে নিতে আহমদ আবদুল্লাহকে বলল, আহমদ আবদুল্লাহ, তুমি চলে এসেছ, আমাদের খেলা এখনো তো শেষ হয়নি। আহমদ আবদুল্লাহ আহমদ মুসার কোল থেকে উঠে দাড়িঁয়ে বলল, ওহ! গুড আন্টি। বলেই ছুটে গল আয়ার দিকে।
আরও দেখুনঃ পূণ্যবতীর সন্ধানে pdf বই ডাউনলোড
ওরা চলে গেল ভেতরে আহমদ মুসা উঠে গিয়ে স্ট্যান্ড থেকে কয়েকটা দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন নিয়ে এসে টি-টেবিলে রেখে বসল সোফায়। বলল, আজকের কাগজগুলো দেখছ জোসেফাইন? জোসেফাইন টি-টেবিল থেকে একটা ম্যাগাজিন তুলে নিয়ে বলল, দৈনিক পত্রিকা আমি তোমার পরে পড়ি। এতে তোমার কাছে শোনার পর আমার কম পড়লেই চলে। হাসল আহমদ মুসা।
বলল, সময় পরিশ্রম কমানোর সুন্দর কৌশল তোমার। ধন্যবাদ জোসেফাইন এসব হিসেব তোমার কাছ থেকেই শেখা জানাব। বলল জোসেফাইন হাসির সাথে। আহমদ মুসা একটা ইংরেজী দৈনিক খুলে পাতায় চোখ বুলাতে বুলাতে বলল, তোমার সময়ের সেভিংটা কোন দিকে যাচ্ছে? যে দিকে সব মেয়ের যায়। বলল জোসেফাইন। মানে সংসার, কিন্তু তুমি তো সব মেয়ের মত নও। আহমদ মুসা বলল। আমি সব মেযের মত নেই। তবে যাদের সংসার আছে, আমি সেই মেয়েদের মতই। জলল জোসেফাইন।
আরও দেখুনঃ আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড
নিচে একটি দ্বীপের সন্ধানে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সাইমুম সিরিজ বইয়ের সাইজঃ 1.33 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ