একটুখানি তাদাব্বুর pdf বই ডাউনলোড। যতই সতর্কই থাকি, ভুল হয়েই যায়! উত্তেজনা ছুঁয়ে ফেলে! বিকৃত ও অসুস্থ চিন্তার মানুষের ছোবল থেকে বাচাঁর উপায় নেই! ইনবক্স কমেন্টবক্স খোলা থাকলে, তারা দংশন করবেই! এদেরকে উপেক্ষা করাই ভাল। প্রাণপণে দাতেঁ দাতেঁ চেপে হজম করে ফেলাই বুদ্ধিমানের। তাকে বোঝাতে যাওয়া, তর্ক করতে যাওয়া, নিতান্তই বোকামি! সময় নষ্ট! হুদ আ, অত্যন্ত চমৎকার আদর্শের মানুষ ছিলেন। বেসামাল মুহুর্তে তার অনুপম আখলাকটা সামনে আনার চেষ্টা করি, শক্তি আসে মনে।
দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। হকের কথা বলে গেছেন। চিরাচরিত নিয়ম হিশেবে, কাফিররা সোজা পথ দিয়ে ব্যক্তি আক্রমণের কৌশল ধরল, অর্থাৎ আমরা তো তোমাকে নির্বুদ্বিতার মাঝেই নিপতিত দেখছি (আ’রাফ)। তিনি পাল্টা আঘাত করেন নি। বলেননি তোমরাও নির্বুদ্ধিতার মাঝে হাবুডুবু খাচ্ছ! তিনি শুধু বলেছেন, অর্থাৎ আমার মধ্যে কোনও নির্বুদ্ধিতা নেই (আরাফ,৬৭)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কালেক্টেড ২২তম pdf বই ডাউনলোড
- খোয়াব নামা pdf বই ডাউনলোড
- অপারেশন কাশ্মীর pdf বই ডাউনলোড
- জিহাদের কাফেলা pdf বই ডাউনলোড
- দুই সুলতান pdf বই ডাউনলোড
মাছি ময়লার উপর গিসেব বসবে। পুতিঁময় স্থানে বসবে। আমি কেন মাছি হতে যাব! আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত! আমি কেন ইসলামের শত্রুদের কথায় আখলাক হবার? আমি কাফের-মর্তাদ-গনতন্ত্রপজারিদের উস্কানিতে মেজাজ খোয়াব? আমার সামনে নবীগণের অপূর্ব আদর্শ বিদ্যমান থাকতে? ওরা যা বলার বলতে থাকুক! ওরা বিরুদ্ধে যা লেখার লিখতে থাকুন! ওরা যা ছড়ানোর ছড়াতে থাকুক! এসবকে উপক্ষো করতে হবে।
এড়িয়ে যেতে হবে। আপন মনে নিজের কাজ করে যেতে হবে। সময় কোথায় ইসলামের শত্রুদের কথায় বিচলিত হওয়ার? এখন সময় কথার নয়, কাজের মুখের নয় হাতের! রাব্বে কারীম দারুন একটা সুযোগ দিয়েছেন। আমাকে বার্ষিক পরীক্ষায় পাশ করার অপূর্ব্ এক ফুরসত দিয়ে রেখেছেন। তিনি প্রশ্ন রেখেছেন। অর্থাৎ- রাব্বুল আলামীন সম্পর্কে তোমাদের ধারনা কী? ।
আমি সেদিন কী উত্তর দেবো ? অবশ্যই বলব, আপনাকে আমি দয়ালু, ক্ষমাশীল, জান্নাতদাতা বলে জানি! জেনে এসেছি! ইয়অ রাব! আপনি আমার ধারণা অনুযায়ী ফয়সালা করুন! প্রশংসা শুনতে কার না ভাল লাগে? সেটা যদি হয় খোদ আল্লাহ তাআলার পক্ষ থেকে? এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে? আল্লাহ তআলা ইবরাহীম আ-এর অনেক প্রশংসা করেছেন।
এসব দেখে বড় কৌতূহল জাগে, কেমন ছিলেন তিনি? অতছ তার কাছে বড় চার কিতাবের কোনওটাই নেই? এরপরও তিনি এতবড়?? যদি বইটি পড়তে চান তাহলে নিচে ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন পড়ার জন্য। অথবা বন্ধুদের কে শেয়ার করার জন্য যে আপনি এই বইটি পড়েছেন।
নিচে একটুখানি তাদাব্বুর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.52 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ আতিক উল্লাহ |
অনুবাদঃ |